বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন জুন মালিয়া সহ আরও চার জন! কেন ইস্তফা দিলেন না পার্থ ভৌমিক?

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন জুন মালিয়া সহ আরও চার জন! কেন ইস্তফা দিলেন না পার্থ ভৌমিক?

Anulekha Kar | Published : Jun 11, 2024 9:57 AM IST

সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন রাজ্যের একাধিক বিধায়ক। ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছে অরূপ চক্রবর্তী, জুন মালিয়া,জগদীশ বর্মা বসুনিয়া এবং পার্থ ভৌমিককে।

তবে এখনও সেচমন্ত্রী পদ থেকে পারথ ভৌমিক ইস্তফা দিচ্ছেন না। রাজ্যের একাধিক বিধায়কই লোকসভা ভোটে দাঁড়িয়েছিল। এর মধ্যে মনোনয়ান পত্র জমা দেওয়ার আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন অনেকেই। আবার অনেকেই ভোটে জেতার পরে ইস্তফা দিচ্ছেন।

ইতিমধ্যেই ইস্তফা দিচ্ছেন বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, মেদিনীপুরের জুন মালিয়া, কোচবিহারের জগদীশ বর্মা বসুনিয়া।

তবে এখনই ইস্তফা দিচ্ছেন না পার্থ ভৌমিক। আপাতত তিনি দেবের সঙ্গে ঘাঁটাল মাস্টারপ্ল্যানর দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। আপাতত ঘাঁটাল মাস্টার প্ল্যানের দায়িত্ব সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। অন্যদিকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বহু হবু সাংসদই। তাই এবার বিধায়ক পদে কারা তাকবেন তা নিয়ে আলোচনা চলছে তৃণমূলের অন্দরে।

           আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Madan Mitra | 'দেব আমাকে ক্ষমা করে দিস ভাই' কেন ক্ষমা চাইলেন মদন মিত্র?
Daily Horoscope Live: ১৪ জুন শুক্রবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
Manoj Tigga | বিধায়কপদ থেকে ইস্তফা দিলেন মনোজ টিগ্গা, ফিরিয়ে দিলেন আই কার্ড ও গাড়ি
আছে প্রমাণ, বড় পদক্ষেপ! রেখা, ববি, হিরণকে নিয়ে 'খেলা' ঘোরাবেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhikari
Rachana Banerjee | 'সোহম ঠিক কাজ করেনি' রেস্তোরাঁ মালিককে মারধরের ইস্যুতে সরব রচনা বন্দ্যোপাধ্যায়