Recruitment Scam: 'সরাসরি স্বার্থের সংঘাত', নিয়োগদুর্নীতি মামলায় রাজ্যের আইনজীবীকে বড় ধাক্কা হাইকোর্টের বিচারপতির

Published : Jan 12, 2024, 07:37 AM IST
Calcutta High Court Justice Amrita Sinha orders to submit  list of those illegally employed in primary teacher recruitment corruption case

সংক্ষিপ্ত

বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশের পর অবশেষে ‘কাকু'-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। সেই মামলায় এবার জোর ধাক্কা খেল রাজ্য সরকার।

নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র । গ্রেফতারির পর বহু সময় থেকেই সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল ইডি ! তবে প্রায় চার মাস ধরে চেষ্টা করেও সফল হননি ইডি আধিকারিকরা। গত সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশের পর অবশেষে ‘কাকু'-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। সেই মামলায় এবার জোর ধাক্কা খেল রাজ্য সরকার। 


-
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকারের হয়ে আর সওয়াল করতে পারবেন না অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। এই মামলায় বিচারপতির এজলাসে রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না মুখ্য আইনি উপদেষ্টা অ্যাডভোকেট জেনারেল। 



বুধবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহা বলেন, ‘আমি শুনেছি যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই দুর্নীতির মামলায় কোনও এক অভিযুক্তর হয়ে মামলা লড়ছেন। যদি এটা সত্যি হয় তবে সরাসরি স্বার্থের সংঘাত তৈরী হচ্ছে। ” এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠান বিচারপতি সিনহা।

 

নির্দেশ মেনে বিচারপতি সিনহার এজলাসে উপস্থিত হন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি জানান, তিনি এখনও নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকুর আইনজীবী হিসেবে মামলা লড়ছেন। এরপরেই বিচারপতি সিনহা অ্যাডভোকেট জেনারেলকে বলেন, ‘তাহলে তো আপনি এই মামলায় রাজ্যের আইনজীবী হিসেবে লড়তে পারবেন না। কারণ , বিচার শুধু করলেই হবে না, তা ন্যায় বিচার হিসেবে মানুষের কাছে দৃশ্যমান হতে হবে।’


এদিন শুনানিতে বিচারপতি আরও বলেন, “আন্দোলনকারীরা বহুদিন থেকে আন্দোলন করছে, তদন্ত তদন্তের মত চলছে। কবে এই তদন্ত বা বিচারপ্রক্রিয়া শেষ হবে কেউ জানে না। কিন্তু চাকরিপ্রার্থীদের বয়স বেড়ে যাবে। ” রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতির মন্তব্য “এই নিয়োগের জট খোলা দরকার।”

PREV
click me!

Recommended Stories

দিল্লি থেকে দেড় কোটি নাম বাদ দিতে লোক পাঠাচ্ছে বিজেপি, মহিলাদের লড়াইয়ের আহ্বান মমতার
'শেখ শাহজাহান আমার পুরো পরিবারকে শেষ করতে পারে', ছেলে হারিয়েও আতঙ্কে ভোলা ঘোষ