দুর্গাপুজোর আগেই মিলবে হকের বকেয়া বেতন, রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published : Sep 21, 2025, 11:43 AM IST

Calcutta High Court News: পুজোর আগেই বকেয়া বেতন পরিশোধ নিয়ে বড় নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

PREV
15
কলকাতা হাইকোর্টের বকেয়া মেটানোর নির্দেশ

দুর্গাপুজো শুরুর আগেই মিটিয়ে দিতে হবে হকের গ্র্যাচুয়িটির টাকা। বহরমপুর পুরসভার শতাধিক অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে শনিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই সংকান্ত নির্দেশিকা জারি করেছে। 

25
কত দিনের মধ্যে বেতন মেটাতে হবে?

এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ১০ মাসের মধ্যে বহরমপুর পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে ফেলতে হবে। এই মর্মে মামলাকারীদের বেতন মিটিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বহরমপুর পুরসভাকে। 

35
আর্থিক দায়ভার নিয়ে প্রশ্ন

সূত্রের খবর, আদালতের আরও জানিয়েছে যে, বহরমপুর পুরসভা যদি ওই গ্র্যাচুয়িটির টাকা মেটাতে কোনও ভাবে ব্যর্থ হয় তাহলে রাজ্যসরকারকে সেই আর্থিক দায়ভার নিতে হবে। এই বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশিকা হাইকোর্টের রেজিস্টার জেনারেল মারফত রাজ্যের অর্থসচিবের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে। 

45
পুজোর মুখে বেতন নিয়ে আশার আলো

শনিবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশিকা সামনে আসতেই উৎসবের মরশুম শুরুর মুখে কিছুটা আশার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের ১২১টি পুরসভার কয়েক হাজার অবসরপ্রাপ্ত সরকারি পুর কর্মচারীরা। 

55
গ্র্যাচুয়িটির টাকা পাবেন পুর কর্মীরা

গ্র্যাচুয়িটির টাকা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন মামলাকারী ভুক্তভোগী পুরকর্মীরা। দাবি তাদের হকের টাকা মেটাতে ঢিলেমি করছে পুরসভাগুলি। ইচ্ছাকৃত ভাবে পাওনা টাকা আটকে রেখে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন তারা। অবশেষে সেই মামলায় যুগান্তকারী রায় দিলো আদালত। 

Read more Photos on
click me!

Recommended Stories