আতঙ্ক ধরাচ্ছে মারণ অ্যামিবা, মহালয়ার সকালে তর্পণ করতে গিয়ে ভয়ে কাঁটা আমজনতা

Published : Sep 21, 2025, 09:12 AM IST

Amoeba Outbreak News: পুজোর আনন্দ মাটি করতে এবার আসরে মানুষখেকো অ্যামিবা! মহালয়ার দিন গঙ্গায় ডুব দিয়ে  তর্পণ সারতে গেলেই আক্রান্ত হতে পারেন মানুষখেকো এই এককোষী প্রাণীর। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
মহালয়ায় অ্যামিবা বিপত্তি

মহালয়ার ভোরে পিতৃ তর্পণের উদ্দেশে গঙ্গার ঘাটে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কিন্তু তার আগেই নতুন আতঙ্ক ছড়িয়েছে মস্তিস্ক খেকো অ্যামিবা নিয়ে। বিজ্ঞান বইয়ে পড়া এই এককোষী প্রাণী এবার মানুষের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

25
অ্যামিবায় বাড়ছে মৃতের সংখ্যা

মানুষ খেকো অ্যামিবার কারণে ইতিমধ্যে কেরল রাজ্যে ১৯ জনের প্রাণহানির ঘটনার খবর সামনে এসেছে। যা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে গঙ্গার জল আদেও নিরাপদ কীনা! 

35
গঙ্গার জল কতটা নিরাপদ?

যেহেতু অ্যামিবার কারণে মৃত্যুর ঘটনা জল থেকে ছড়াচ্ছে তাই মহালয়ার সকালে গঙ্গায় ডুব দিতে গিয়ে অনেকেই আশঙ্কা করছে যে, তাঁদের নাক-মুখ দিয়ে এই ভয়ঙ্কর প্রাণীটি মস্তিস্কে না প্রবেশ করে ফেলে। তাহলেই মৃত্যুর মতো সমূহ বিপদ। 

45
গঙ্গার জল নিরাপদ?

এই বিষয়ে বিশেষজ্ঞদের দাবি, বহমান গঙ্গার জল এককোষী অ্যামিবার থেকে অনেকটাই নিরাপদ। যেহেতু কেরলে এই অ্যামিবার কারণে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে এসেছে তাই স্বাভাবিক ভাবেই এই রাজ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 

55
অ্যামিবার আক্রমণ থেকে বাঁচার উপায়

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে, মহালয়ার সকালে গঙ্গায় ডুব দেওয়ার আগে কিছু সতর্কতা মেনে চললেই এই সংক্রমণের হাত থেকে মুক্তি পেতে পারেন। গঙ্গার ডুব দেওয়ার সময় নাকে ক্লিপ ব্যবহার করতে পারেন। এছাড়াও নাক পরিস্কার করার জন্য গরম জল ব্যবহার করুন। যেহেতু এটি জলেই বংশ বিস্তার করে তাই বাইরে নদী-পুকুর থেকে স্নান করে আসার পর চেষ্টা করুন গরম জলে নাক-চোখ, মুখ ধোওয়ার। 

Read more Photos on
click me!

Recommended Stories