মহালয়ার ভোরে পিতৃ তর্পণের উদ্দেশে গঙ্গার ঘাটে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কিন্তু তার আগেই নতুন আতঙ্ক ছড়িয়েছে মস্তিস্ক খেকো অ্যামিবা নিয়ে। বিজ্ঞান বইয়ে পড়া এই এককোষী প্রাণী এবার মানুষের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
25
অ্যামিবায় বাড়ছে মৃতের সংখ্যা
মানুষ খেকো অ্যামিবার কারণে ইতিমধ্যে কেরল রাজ্যে ১৯ জনের প্রাণহানির ঘটনার খবর সামনে এসেছে। যা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে গঙ্গার জল আদেও নিরাপদ কীনা!
35
গঙ্গার জল কতটা নিরাপদ?
যেহেতু অ্যামিবার কারণে মৃত্যুর ঘটনা জল থেকে ছড়াচ্ছে তাই মহালয়ার সকালে গঙ্গায় ডুব দিতে গিয়ে অনেকেই আশঙ্কা করছে যে, তাঁদের নাক-মুখ দিয়ে এই ভয়ঙ্কর প্রাণীটি মস্তিস্কে না প্রবেশ করে ফেলে। তাহলেই মৃত্যুর মতো সমূহ বিপদ।
এই বিষয়ে বিশেষজ্ঞদের দাবি, বহমান গঙ্গার জল এককোষী অ্যামিবার থেকে অনেকটাই নিরাপদ। যেহেতু কেরলে এই অ্যামিবার কারণে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে এসেছে তাই স্বাভাবিক ভাবেই এই রাজ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
55
অ্যামিবার আক্রমণ থেকে বাঁচার উপায়
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে, মহালয়ার সকালে গঙ্গায় ডুব দেওয়ার আগে কিছু সতর্কতা মেনে চললেই এই সংক্রমণের হাত থেকে মুক্তি পেতে পারেন। গঙ্গার ডুব দেওয়ার সময় নাকে ক্লিপ ব্যবহার করতে পারেন। এছাড়াও নাক পরিস্কার করার জন্য গরম জল ব্যবহার করুন। যেহেতু এটি জলেই বংশ বিস্তার করে তাই বাইরে নদী-পুকুর থেকে স্নান করে আসার পর চেষ্টা করুন গরম জলে নাক-চোখ, মুখ ধোওয়ার।