'তালিবানি কায়দায় মহিলাকে রাস্তায় পেটান হল?', আড়িয়াদহকাণ্ডে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার

Published : Jul 11, 2024, 09:21 PM IST
Calcutta High Court Justice Amrita Sinha orders to submit  list of those illegally employed in primary teacher recruitment corruption case

সংক্ষিপ্ত

মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, 'তালিবানি কায়দায় এক মহিলাকে মারধর করা হল, এই ঘটনার ভিডিও কে তুলেছেন?' 

আড়িয়াদহে মা ও ছেলেকে রাস্তায় মারধরের ভিডিও পোস্ট করার জন্য বিজেপি কর্মীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। আড়িয়াদহকাণ্ডে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতি সিনহার এজলাসে এদিন উঠেছিল মামলা। সেখানেই বিচারপতি জানিয়ে দেন, ভিডিও পোস্ট করার জন্য বিজেপি কর্মী পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। পুলিশ এই নিয়ে কোনও কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলেও জানিয়েছে আদালত। তবে বিচারপতি অমৃতা সিহনা জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে বিজেপি কর্মীকে পুলিশকে সাহায্য করতে হবে।

সম্প্রতি আড়িয়াদগকাণ্ডে উত্তাল রাজ্য। স্থানীয় তৃণমূল ঘনিষ্ট জয়ন্ত সিং নামের এক ব্যক্তি রাস্তাতেই মা ও ছেলেকে ধরে পেটিয়েছিল। যার ভিডিও ভাইরাল হয় দিন কয়েক আগে। জয়ন্ত সিং-এর একাধিক কুকীর্তির ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। যা নিয়ে কিছুটা হলেও চাপ বাড়ছে শাসক শিবিরের ওপর। এদিন রক্ষাকবচ চেয়ে বিজেপি কর্মী পৃথ্বীরাজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর আইনজীবীর দাবি ছিল, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর মক্কেলকে ডেকে পাঠায় পুলিশ। রাতেই নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে নির্দেশ দেয়। কিন্তু পুলিশ কোনও মামলা দায়ের না করেই তাঁর মক্কেলকে হেনস্থা করে বলে অভিযোগ। তাই আদালতের কাছে রক্ষাকবচ দাবি করেন বিজেপি কর্মী।

এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, 'তালিবানি কায়দায় এক মহিলাকে মারধর করা হল, এই ঘটনার ভিডিও কে তুলেছেন?' উত্তরে পৃথ্বীরাজের আইনজীবী বলেন, তা তাদের জানা নেই। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিন আদালত বিজেপি কর্মীকে রক্ষাকবচ দিলেও তদন্তে পুলিশকে সবরক সহযোগিতা করার নির্দেশ দিয়েছে।

PREV
click me!

Recommended Stories

'চাই না বলিনি, পাই না বলেছি' মুসলিম ভোট নিয়ে ফের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের