'তুই বাঁচবি না', রাতের বেলায় মাত্র ৪৬ সেকেন্ডের হুমকি ফোন পেলেন মদন মিত্র

মদন মিত্র জানিয়েছে, ফোনে তাঁকে বলা হয়েছে, 'তুই বাঁচবি না। কামারহাটিকাণ্ডে নিয়ে মুখখুলেছিস। তোকে গুলি করে দেব। গুলি খাওয়ার জন্য প্রস্তু হ।'

 

Saborni Mitra | Published : Jul 11, 2024 1:11 PM IST / Updated: Jul 11 2024, 06:49 PM IST

রেহাই নিয়ে বিধায়কেরও । সাংসদ সৌগত রায়ের পর এবার হুমকি ফোন পেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মদন মিত্র। তেমনই দাবি করেছেন কামারহাটির বিধায়ক। তিনি জানিয়েছেন, মাঝরাতে খুনের হুমকি দিয়ে তাঁকে ফোন করা হয়েছিল। কামারহাটি নিয়ে মুখ খুলতে বাধাও দেওয়া হয়েছিল।

মদন মিত্র জানিয়েছে, ফোনে তাঁকে বলা হয়েছে, 'তুই বাঁচবি না। কামারহাটিকাণ্ডে নিয়ে মুখখুলেছিস। তোকে গুলি করে দেব। গুলি খাওয়ার জন্য প্রস্তু হ।' মদন জানিয়েছেন, গতকাল রাতে তাঁকে অচেনা নম্বর থেকে কেউ ফোন করেছিল। পরিষ্কার বাংলায় কথা বলেছিল। সেই ফোনেই খুনেই হুমকি দেওয়া হয়েছে। মদন অভিযোগ দায়ের করেছেন। ফোন নম্বরই থানায় জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

Latest Videos

মদন জানিয়েছেন মাত্র ৪৬ সেকেন্ডের ফোন কল করা হয়েছিল। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি কথা বলছিল সেই ব্যক্তিকে তিনি চেনে না। তাই ফোন ধরেই জিজ্ঞাসা করেছিলেন কে আপনি। পরপর দুই বার ফোন করেছিল সংশ্লিষ্ট ব্যক্তি। প্রথম ফোন আসে বুধবার রাতে। আর দ্বিতীয়স ফোন আসে বৃহস্পতিবার সকাল ৭টা ৩৮ মিনিটে।

মদন আরও জানিয়েছেন, তিনি ফোন রেকর্ড করতে পারেন না। তবে ফোনে যা যা কথা হয়েছে তা সবই তাঁর মনে রয়েছে। মদন মনে করেছেন বিহার বা অন্য কোনও রাজ্য থেকে নয়, এই রাজ্য থেকেই ফোন করা হয়েছিল। বাংলা ভাষাতেই খুনের হুমকি দিয়েছিল। এর আগে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়কে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে এনে মদন মিত্র বলেন, সৌগত রায়কে যে ব্যক্তি ফোন করেছে তার কল লোকেশন ট্রেস করলেই জানা যাবে দুটি ফোন এক ব্যক্তি করেছে কিনা। তবে মদন জানিয়েছেন, ফোনের কারণে তিনি মোটেও ভীত নন।

কামারহাটিকাণ্ডে জয়ন্ত সিংয়ের সঙ্গে মদন আর সৌগত দুজনেরই নাম জড়িয়েছে। যা নিয়ে দুই তৃণমূল নেতার মধ্যে তরজাও শুরু হয়েছে। এবার দুই তৃণমূল নেতাই পরপর ফোনে হুমকি পেলেন। যা নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের।

Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
Daily Horoscope Live: ২০ সেপ্টেম্বর শুক্রবার ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ হতে পারে, দেখুন জ্যোতিষ কথ