'তুই বাঁচবি না', রাতের বেলায় মাত্র ৪৬ সেকেন্ডের হুমকি ফোন পেলেন মদন মিত্র

Published : Jul 11, 2024, 06:41 PM ISTUpdated : Jul 11, 2024, 06:49 PM IST
madan mitra

সংক্ষিপ্ত

মদন মিত্র জানিয়েছে, ফোনে তাঁকে বলা হয়েছে, 'তুই বাঁচবি না। কামারহাটিকাণ্ডে নিয়ে মুখখুলেছিস। তোকে গুলি করে দেব। গুলি খাওয়ার জন্য প্রস্তু হ।' 

রেহাই নিয়ে বিধায়কেরও । সাংসদ সৌগত রায়ের পর এবার হুমকি ফোন পেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মদন মিত্র। তেমনই দাবি করেছেন কামারহাটির বিধায়ক। তিনি জানিয়েছেন, মাঝরাতে খুনের হুমকি দিয়ে তাঁকে ফোন করা হয়েছিল। কামারহাটি নিয়ে মুখ খুলতে বাধাও দেওয়া হয়েছিল।

মদন মিত্র জানিয়েছে, ফোনে তাঁকে বলা হয়েছে, 'তুই বাঁচবি না। কামারহাটিকাণ্ডে নিয়ে মুখখুলেছিস। তোকে গুলি করে দেব। গুলি খাওয়ার জন্য প্রস্তু হ।' মদন জানিয়েছেন, গতকাল রাতে তাঁকে অচেনা নম্বর থেকে কেউ ফোন করেছিল। পরিষ্কার বাংলায় কথা বলেছিল। সেই ফোনেই খুনেই হুমকি দেওয়া হয়েছে। মদন অভিযোগ দায়ের করেছেন। ফোন নম্বরই থানায় জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

মদন জানিয়েছেন মাত্র ৪৬ সেকেন্ডের ফোন কল করা হয়েছিল। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি কথা বলছিল সেই ব্যক্তিকে তিনি চেনে না। তাই ফোন ধরেই জিজ্ঞাসা করেছিলেন কে আপনি। পরপর দুই বার ফোন করেছিল সংশ্লিষ্ট ব্যক্তি। প্রথম ফোন আসে বুধবার রাতে। আর দ্বিতীয়স ফোন আসে বৃহস্পতিবার সকাল ৭টা ৩৮ মিনিটে।

মদন আরও জানিয়েছেন, তিনি ফোন রেকর্ড করতে পারেন না। তবে ফোনে যা যা কথা হয়েছে তা সবই তাঁর মনে রয়েছে। মদন মনে করেছেন বিহার বা অন্য কোনও রাজ্য থেকে নয়, এই রাজ্য থেকেই ফোন করা হয়েছিল। বাংলা ভাষাতেই খুনের হুমকি দিয়েছিল। এর আগে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়কে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে এনে মদন মিত্র বলেন, সৌগত রায়কে যে ব্যক্তি ফোন করেছে তার কল লোকেশন ট্রেস করলেই জানা যাবে দুটি ফোন এক ব্যক্তি করেছে কিনা। তবে মদন জানিয়েছেন, ফোনের কারণে তিনি মোটেও ভীত নন।

কামারহাটিকাণ্ডে জয়ন্ত সিংয়ের সঙ্গে মদন আর সৌগত দুজনেরই নাম জড়িয়েছে। যা নিয়ে দুই তৃণমূল নেতার মধ্যে তরজাও শুরু হয়েছে। এবার দুই তৃণমূল নেতাই পরপর ফোনে হুমকি পেলেন। যা নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের।

PREV
click me!

Recommended Stories

Today Live News: মাঘের শুরুতে জাঁকিয়ে শীত, জেনে নিন কতটা বদল হবে আবহাওয়া, রইল আপডেট
Bank Holiday: মকর সংক্রান্তি উপলক্ষে ১৪ না ১৫! কবে থাকবে ব্যাঙ্ক বন্ধ? বড় ঘোষণা RBI-এর