Panchayat elections: পঞ্চায়েত ভোটের ময়দানে রাজ্যের দুই কৃষক সংগঠন, জানুন তাদের প্রার্থী পরিচয়

স্বরাজ ইন্ডিয়া পার্টি এবং কৃষক সংগঠন জয় কিষাণ আন্দোলন দুটি কৃষক সংগঠন এবার প্রার্থী দিয়েছে পঞ্চায়েত নির্বাচন। অল্প দিনেই শক্তিশালী হচ্ছে সংগঠন।

 

Web Desk - ANB | Published : Jun 16, 2023 2:29 PM IST

স্বরাজ ইন্ডিয়া পার্টি এবং কৃষক সংগঠন জয় কিষাণ আন্দোলন সমর্থিত প্রার্থীরা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ও বাঁকুড়া জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের ময়দানে। কৃষকদের এই সংগঠন বাঁকুড়ার গণ্ডি পার করে আরও ছড়িয়ে পড়ছে। অন্যদিকে আদিবাসী অধিকার মহাসভা সমর্থিত প্রার্থী সনদী হাঁসদা বীরভূমের মহম্মদ বাজার ব্লকে জেলাপরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। বে-আইনি কয়লাখনি বিরোধী আন্দোলনের অগ্রভাগে আদিবাসী অধিকার মহাসভার সঙ্গে স্বরাজ ইন্ডিয়া ও জয় কিষাণ আন্দোলনও যুক্ত। অতএব, স্বরাজ ইন্ডিয়া এবং জয় কিষাণ আন্দোলন সনদী হাঁসদা কে সমর্থনে জানিয়েছে ও তাঁর হয়ে প্রচার করবে।

এই সংগঠনগুলির হয়ে যারা মনোনয়ন দাখিল করেছেন তাঁরা হলেনঃ

বাঁকুড়া ও উত্তর দিনাজপুর জেলায় যাঁরা মনোয়নন দাখিল করেছেন, সেই সকল প্রার্থীদের তালিকা নীচে দেওয়া হলো:

শ্রাবণী সরকার – বড় মানা রাধাকান্তপুর, পখন্না গ্রাম পঞ্চায়েত – বড়জোড়া ব্লক - পঞ্চায়েত সদস্য

উত্তম সরকার – ব্রাহ্মণডিহি, পল্লীশ্রী কলোনি মানাচর বড়জোড়া গ্রামপঞ্চায়েত, বড়জোড়া ব্লক – পঞ্চায়েত সদস্য

তানজিমা খাতুন – কালুভিটা গ্রাম, পখোরিয়া গ্রাম পঞ্চায়েত – গোয়ালপোখর ১ ব্লক – পঞ্চায়েত সমিতি সদস্য

তুরা মহম্মদ – চাইনপুর গ্রাম, পখোরিয়া গ্রাম পঞ্চায়েত - গোয়ালপোখর ১ ব্লক – গ্রাম পঞ্চায়েত সদস্য

শ্যামা পারভিন – কালুভিটা গ্রাম, পখোরিয়া গ্রাম পঞ্চায়েত - গোয়ালপোখর ১ ব্লক - গ্রাম পঞ্চায়েত সদস্য

দীপক কুমার সিংহ – পশ্চিম পমাল গ্রাম, খাগড় গ্রাম পঞ্চায়েত - গোয়ালপোখর ১ ব্লক - গ্রাম পঞ্চায়েত সদস্য

ইলতাব – নীলবাড়ি গ্রাম, খাগড় গ্রাম পঞ্চায়েত - গোয়ালপোখর ১ ব্লক - গ্রাম পঞ্চায়েত সদস্য

বাঁকুড়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় জয় কিষাণ আন্দোলনে নেতার। তাঁদের আন্দোলনের জেরেই জেলার বড়জো়ড়া ব্লকের উদ্বাস্তু চাষীদের পরচা জারি করতে বাধ্য হয়েছিল প্রশাসন। গত বছর জুন মানেই এই সংগঠন প্রথম সাফল্যের মুখ দেখে। সেই সময়ই সংগঠনের প্রধান যোগেন্দ্র যাদব বলেছিলেন, এই পরচা জারি সাধারণ বিষয় নয়। এটি একটি ঐতিহাসিক পর্বের শুরু। তিনি আরও বলেছিলেন পূর্ব ও পশ্চিমবঙ্গের উদ্বাস্তু চাষির সংখ্যা ২৫ লক্ষ। তারপর থেকেই এই রাজ্যে বেশ কিছু প্রত্যত্ন এলাকায় এই রীতিমত শক্তিপোক্ত সংগঠন তৈরি করেছে এই সংগঠনগুলি।

আরও পড়ুনঃ

Monsoon Forecast: বর্ষার আগমণ নিয়ে সুখবর আলিপুর হাওয়া অফিসের, তবে এখনই দাবদহ থেকে নিস্তার নেই

Adipurush: রামায়ণকে উপহাস করা হয়েছে আদিপুরুষে , মুক্তির দিনই মামলা দিল্লি হাইকোর্ট

'অভিষেক ২ বছর বয়স থেকে রাজনীতি করে', কাকদ্বীপ থেকে পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের তোপ মমতার

 

Share this article
click me!