Sukanya Mondal: 'টাকা পয়সা লেনদের বিষয় বাবাই সব জানতেন', গরু পাচারকাণ্ডে যোগ নেই বলে দাবি সুকন্যার

Published : Apr 28, 2023, 08:30 AM IST
Anubrata Mondal Sukanya Mondal

সংক্ষিপ্ত

শনিবার পর্যন্ত সুকন্যা মণ্ডলকে থাকতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতেই। তবে এই তিন দিন নির্দিষ্ট সময়ের জন্য সুকন্যা আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন

টাকা লেনদেনের বিষয় কিছুই জানতেন না তিনি। শুক্রবারের সওয়াল জবাবে এমনটাই দাবি করলেন কেষ্ট-কন্যা। টাকার বিষয় যাবতীয় তথ্য তাঁর বাবা ও হিসেবরক টাকার বিষয়টা দেখেন বলেও দাবি করেন সুকন্যা। অন্যদিকে ইডি অফিফারদের দাবি গরু পাচার মামলায় বিপুল টাকার যে সম্পত্তি কেনা বেচা হয়েছে তার হিসেব নিকেশ সুকন্যাই রাখতে। উল্লেখ্য এর আগেও জিজ্ঞাসাবাদের মনয় সুকন্যা জানিয়েছিল টাকা পয়সার বিষয় তার বাবা ও হসেব রক্ষকই জানেন।

বৃহস্পতিবারের সওয়াল জবাব শেষে দিল্লির রাউজ় অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতের বিচারক রঘুবীর সিং যদিও অন্য কথাই বলছেন। সুকন্যা নয় বরং ইডির যুক্তিতেই শায় দিলেন তিনি। বৃহস্পতিবার ফের সুকন্যাকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী শনিবার পর্যন্ত সুকন্যা মণ্ডলকে থাকতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতেই। তবে এই তিন দিন নির্দিষ্ট সময়ের জন্য সুকন্যা আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন, এমনটাই নির্দেশ দিয়েছে দিল্লির রাউস কোর্ট আদালত। গরুপাচারকাণ্ড বুধবার দিল্লিতে গ্রেফতার করা হয়েছিল সুকন্যাকে।

বুধবারই তাঁকে গ্রেফতার করা হয়। এদিন আদালতে পেশ করা হয় সুকন্যাকে। তিন দিনের হেফাজত চেয়েছিল ইডি। ইডির আবেদন মঞ্জুর করে দিল্লির আদালত। তবে এর আগেও একাধিকবার সুকন্যাকে এই মামলায় জেরা করেছে ইডি। একাধিকবার হাজিরা এড়িয়েছেন সুকন্যাও।

গরু পাচার-কাণ্ডে এর আগে গ্রেফতার করা হয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে। গত সাড়ে আট মাস ধরে জেলে রয়েছেন তিনি। বর্তমানে তিহার জেলে রয়েছেন অনুব্রত। কারণ তদন্তকারীরা তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চেয়েছিল। সেইমতই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল কড়া নিরাপত্তায়। তারপর থেকেই তিহারজেলে বন্দি তিনি।

আরও পড়ুন -

৩ দিনের ইডি হেফাজত অনুব্রত কন্যা সুকন্যার, বাবার মুখোমুখি বসিয়ে জেরাও হতে পারে

কালিয়াগঞ্জের আক্রান্ত সিভিক পুলিশের মৃত্যু শিলিগুড়িতে, ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি

রামনবমী ঘিরে রাজ্যে হিংসার ঘটনার তদন্ত করবে এনআইএ, বড় সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের

PREV
click me!

Recommended Stories

West Bengal SIR News: মৃত ব্যক্তির নথি চুরি করে ভোটার! এই বাংলাদেশির স্বীকারোক্তি শুনে চমকে যাবেন
ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি