সঞ্জয় রায়ের ফাঁসি হোক! আরজি কর মামলায় শিয়ালদা কোর্টে সওয়াল CBI-এর

আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার পক্ষেই সওয়াল কল সিবিআই। গোটা ঘটনা বিরলতম বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

 

Saborni Mitra | Published : Jan 20, 2025 2:43 PM / Updated: Jan 20 2025, 03:39 PM IST
110
আজরি কর কাণ্ড

আজ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে সাজা শোনালেন বিচারক।

210
দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

শনিবারও আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। এদিন সাজা শোনানোর প্রক্রিয়া

310
সিবিআই-এর সওয়াল

আদালতে সিবিআই আরজি কর কাণ্ডে 'বিরলের মধ্যে বিরলতম' বলে আখ্যা দিয়েছে।

410
সিবিআই-এর দাবি

আদালতে সিবিআই বলেছেন, শুধু পরিবার নয়, গোটা সমাজ একজন চিকিৎসককে হারিয়েছে। সেই কারণেই আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম।

510
সিবিআই-এর সওয়াল

আদলতে সিবিআই আরও বলেছে, আরজি করের ঘটনায় স্তম্ভিত গোটা সকলেই। সমাজের সব স্তরকেই এই ঘটনা নাড়িয়ে দিয়েছে।

610
সিবিআই-এর আইনজীবী বলেন

সিবিআই-এর আইনজীবী বলেন, 'যখন ঘটনাটি ঘটেছে, তখন ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক। শুধু পরিবার নয়, গোটা সমাজ ওই চিকিৎসককে হারিয়েছে।'

710
দুটিতে ফাঁসি

সিবিআই আদলতে বলেছে, সঞ্জয়ের তিনটি অপরাধের মধ্যে দুটিতে ফাঁসি হওয়া জরুরি।

810
আস্থার প্রশ্ন

সমাজে আস্থা ফেরানোর জন্যই সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ বলেও তাঁরা মনে করেন বলেও জানিয়েছেন।

910
সঞ্জয়ের আইনজীবী

আদালতে সঞ্জয় রায়ের আইনজীবী ফাঁসির সাজা না দেওয়ার পক্ষেই সওয়াল করেন। সঞ্জয়ের আইনজীবী পর্যাপ্ত প্রমাণ না দেওয়া কথাও তুলে ধরেছেন।

1010
জেলে পাঠানোর পক্ষে সওয়াল

সঞ্জয়ের আইনজীবী দোষীকে সংশোধনাগারে পাঠানোর পক্ষেই সওয়াল করেছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos