DA HIKE: একধাক্কায় ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধি! ঘোষণা হতে পারে পুজোর পরে

Published : Sep 08, 2025, 12:05 PM IST

রাজ্যের সরকারি কর্মীরা যখন ডিএ বা মহার্ঘ ভাতার জন্য হন্যে হয়ে আদালতের দরজায় কড়া নাড়ছে তখনই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

PREV
16
সরকারি কর্মীদের জন্য সুখবর!

রাজ্যের সরকারি কর্মীরা যখন ডিএ বা মহার্ঘ ভাতার জন্য হন্যে হয়ে আদালতের দরজায় কড়া নাড়ছে তখনই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারের কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য সুখবর আসতে পারে। তবে পুজোর আগে নয়, পুজোর পরে। ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকার।

26
কবে ঘোষণা ডিএ?

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর অক্টোবর মাসের প্রথমেই কেন্দ্রের তরফ থেকে ডিএ ঘোষণা করা হতে পারে। যার জেরে উপকৃত হবেন দেশের প্রায় ১ . ২ সরকারি কর্মী ও পেনশনভোগী। দুর্গা পুজো মিটে যাওয়ার পরই কেন্দ্রীয় সরকারি ডিএ ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর।

36
ডিএর হার

সূত্রের খবর এবারও গতবারের মত ৩% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন। আরও তিন শতাংশ হারে ডিএ ঘোষণা করলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ হবে ৫৮%।

46
৩% ডিএ বৃদ্ধির কারণ

৩% ডিএ বৃদ্ধির কারণ কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাস বা CPI-IWর অধীরে ডিএ গণনা করে। এবারের ২০২৪-এর জুলাই থেকে ২০২৫এর জুন পর্যন্ত এটির গড় ডেটার ওপর ভিত্তি করে ডিএ ঘোষণা করা হয়। তাই তিন শতাংশ ডিএ ঘোষণা হতে পারে।

56
উৎসব উপহার

কেন্দ্রীয় সরকার নিয়ম মেনে বছরে দুইবার ডিএ ঘোষণা করে। একটি হোলির সময়। অন্যটি দীপাবলির সময়। এবারও যদি তাই করে তাহলে অক্টোবরের প্রথমেই ডিএ ঘোষণা করা হতে পারে। অক্টোবরের বেতনের সঙ্গেই ডিএর টাকা হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

66
উপকৃত হবেন এঁরা

উপকৃত হবেন এঁরা

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর অক্টোবরের প্রথম দিকে ঘোষণা হতে পারে নতুন ডিএ। জুলাই থেকে কার্যকর হতে পারে। অক্টোবরের বেতনের সঙ্গেই ডিএর টাকা হাতে পাবেন কেন্দ্রের কর্মী ও অবসরপ্রাপ্তরা। উপকৃত হবেন কেন্দ্রের সব কর্মী, প্রতিরক্ষা বিভাগের কর্মী, রেলওয়ে কর্মী, পেনশনভোগীরাও।

Read more Photos on
click me!

Recommended Stories