কাল উপরাষ্ট্রপতি নির্বাচন, তার আগেই জেনে নিন রাধাকৃষ্ণ-সুদর্শনের পক্ষে ভোটের হিসেব
NDA Radhakrishnan vs INDIA Sudarshan: প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উত্তরসুরী নির্বাচন মঙ্গলবার। তার আগেই দেখুন দুই প্রার্থী বি সুদর্শন ও সিপি রাধাকৃষ্ণনের মধ্যে কে কত ভোটে এগিয়ে রয়েছে।

উপরাষ্ট্রপতি নির্বাচন
আর মাত্র এক দিন পরেই ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন। বাদল অধিবেশনের প্রথম দিনের শেষেই হঠাৎ করে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। তার কারণেই এই অকাল নির্বাচন।
উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী
উপরাষ্ট্রপতি ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। দুই প্রার্থী দক্ষিণ ভারতের প্রতিনিধি। তাই এবারের রাষ্ট্রপতি নির্বাচন দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই।
রাধাকৃষ্ণন
সিপি রাধাকৃষ্ণন দীর্ঘ দিনের বিজেপি নেতা। বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল। অনেক দিন থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। রাধাকৃষ্ণন ২০০৪-৭ সাল পর্যন্ত তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন।
সুদর্শন রেড্ডি
সুদর্শন রেড্ডি ভারতীয় আইনবীদ। তিনি ২০০৭-১১ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। অন্ধ্রপ্রদেশেরহ বাসিন্দা। দীর্ঘ দিন ধরেই তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত।
রাধাকৃষ্ণন বনাম রেড্ডির লড়াই
বিরোধীদের জন্য, এই নির্বাচনগুলি মূলত ২০১৭ এবং ২০২২ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের মতোই, যেখানে প্রতিযোগিতাটি প্রতীকী ছিল। ইন্ডিয়া ব্লকের উপ-রাষ্ট্রপতি প্রার্থীর জন্য সংখ্যাগুলি কীভাবে জরিপ করা হয়েছে তা এখানে।
লোকসভা ও রাজ্যসভার সদস্যরাই উপরাষ্ট্রপতি নির্বাচন করেন। দুই কক্ষোর সদস্য সংখ্যা ৭৮৭। একজন প্রার্থীর জয়ের জন্য কমপক্ষে ৩৯৪টি ভোটের প্রয়োজন রয়েছে।
সংখ্যার লড়াই
বিজেপির প্রার্থীর পাশে রয়েছে ৪২২টি ভোট। সেখানে ইন্ডিয়া জোটের প্রার্থীর পাশে রয়েছে ৩০০টি ভোট। তাই ভোট যুদ্ধে অনেকটাই পিছিয়ে রয়েছেন বি সুদর্শন। যদিও উপরাষ্ট্রপতি নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসি কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন বলেও জানিয়েছেন।

