এবার বালি পাচার মামলায় সক্রিয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সপ্তাহের প্রথম দিনেই কলকাতা-সহ একাধিক জেলায় হানা দিল ইডি। ইডির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সোমবার ভোরে প্রায় একই সময় একই সঙ্গে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি।
25
কোথায় হানা?
সোমবার ভোররাত থেকেই তল্লাশি চলছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। শেখ জহিরুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একই সঙ্গে তল্লাশি চলছে উত্ত ২৪ পরগনা, নদিয়ার কয়েকটি এলাকায়।
35
বালি পাচারে কলকাতা যোগ
বালি পাচারকাণ্ডে কলকাতা যোগও রয়েছে। কলকাতার বেহালার একাধিক এলাকায় ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। এছাড়াও সল্টলেক, রিজেন্ট পার্ক, টালিগঞ্জের কয়েকটি এলাকায় রয়েছে কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধি দল। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিনা জাহিরুল শেষ বালির কারবারের সঙ্গে দীর্ঘ দিন ধরেই যুক্ত। তারা বালি খাদানও রয়েছে। জানা গিয়েছে আগে তিনি ভিলেজ পুলিশ ছিলেন। সেই চাকরি ছেড়ে পরবর্তীকালে তিনি বালির কারবার শুরু করেছেন। সুবর্ণরেখা নদীর তীরে তিন তলা অট্টালিকাসম বাড়ি তার। সেখানেই তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
55
বালি পাচার মামলা
দীর্ঘ দিন ধরেই অভিযোগ উঠেছে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। যার কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এই নিয়ে একাধিক মামলাও দায়ের করা হয়েছিল। তাতেই তদন্তে নামে কেন্দ্রীয় বাহিনী। ইডির ৪-৫টি দল একই সঙ্গে তল্লাশি চালাচ্ছে।