আট দিনে আট জেলা ঘুরলে কেন্দ্রীয় দল, মিড ডে মিল ইস্যুতে জোর তদন্ত জেলায় জেলায়

মিড ডে মিলের বাস্তবায়ন নিয়ে একাধিক সমস্যার সমাধানের জন্য গত ২৯ জানুয়ারি রাজ্যে আসে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা। গত আট মাসে মোট আটটি জেলার ৩০টি স্কুলে গিয়েছেন সরকারি আধিকারিকরা।

মিড ডে মিল নিয়ে রাজ্য জুড়ে একের পর এক অভিযোগ। কোথাও মিড ডে মিলের চালে মরা ইঁদুর, টিকটিকি, কোথাও আবার নোংরা জলে মিড ডে মিল রান্না। সমস্ত ঘটনা খতিতে দেখতে এবার অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় দল। আট দিনে মোট আট জেলায় ঘুরল কেন্দ্রীয় প্রতিনিধিরা। পরিদর্শনের পর বিকাশ ভবনের বিকাশ ভবনে বৈঠকও করলেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা। মিড ডে মিল নিয়ে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার পর সোমবার বিকাশ ভবনে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। মিড ডে মিলের বাস্তবায়ন নিয়ে একাধিক সমস্যার সমাধানের জন্য গত ২৯ জানুয়ারি রাজ্যে আসে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা। মিড ডে মিলের পরিকাঠামো, খাবারের মান, পড়ুয়ারা সঠিক পুষ্টি পাচ্ছে কি না রাজ্য সরকার স্কুলগুলিকে কীভাবে টাকা পাঠাচ্ছে , বরাদ্দ টাকার কতটা কার্যকর হচ্ছে, ইত্যাদি নানা বিষয় খতিয়ে দেখতে জেলায় জেলায় অভিযান চালায় তাঁরা। গত আট মাসে মোট আটটি জেলার ৩০টি স্কুলে গিয়েছেন সরকারি আধিকারিকরা।

প্রসঙ্গত, মালদার রতুয়া এক নম্বর ব্লকের কুমারিয়া প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পালটা অভিযোগ জানানো হল। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে রাধুনীদের অভিযোগ বিদ্যালয় পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা না থাকায় সাবমার্সালের নোংরা দুর্গন্ধময় জলেই মিড ডে মিল রান্না করতে হয়। ফলে এই খাওয়ার খেয়ে অসুস্থ হয় পড়ছে পড়ুয়ারা। তাই জেলা প্রশাসন নতুন সাবমার্সাল না বসিয়ে দিলে মিড ডে মিল বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার সত্যাতা স্বীকার করেছেন স্কুলের কর্মীরাও। এই মর্মে রতুয়া এক নম্বর ব্লকের বিডিওকে লিখিত অভিযোগও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

Latest Videos

কিছুদিন আগেই মিড ডে মিলের জন্য মজুত করা চালে মরা টিকটিকি ও মরা ইঁদুর পাওয়া গিয়েছিল। চাঁচলের বিদ্যানগর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। ঘটনার জেরে ইতিমধ্যেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সাহা রায় ও সাব ইন্সপেক্টর অফ স্কুলস আব্দুল হানিফকে সাসপেন্ড করার নির্দেশ দিল স্কুলশিক্ষা দফতর। স্কুলের কর্মী স্বপ্না সরকারকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। কী ভাবে বা কার গাফিলতিতে এই ঘটনা ঘটল সে বিষয়ও ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন - 

'যোগ্য নেত্রীই বটে', রাজ্যপালের মন্তব্য নিয়ে টুইটে কটাক্ষ সুজন চক্রবর্তীর

রাজ্যপালের 'মমতা-স্তুতি' নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী, টুইটবার্তায় আনন্দকে কটাক্ষ বিরোধী দলনেতার

'আমার নিজের ঘর', ত্রিপুরা সফরে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজোও দিলেন তিনি

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury