BREAKING NEWS: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, আত্মসমর্পণ চন্দ্রনাথ সিনহার

Published : Sep 06, 2025, 12:26 PM ISTUpdated : Sep 06, 2025, 12:34 PM IST
Chandranath Sinha

সংক্ষিপ্ত

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথ সিনহা রাজ্যের কারা ও ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথ সিনহা রাজ্যের কারা ও ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী। শনিবার সকালে বিচারভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিশেষ আদালতে হাজির হন। ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল। কিন্তু আচমকাই তিনি আদালতেই আত্মসমর্পণ করেন। একই সঙ্গে জামিনেরও আবেদন করেন। আদালত আপাতত বোলপুরের তৃণমূল কংগ্রেস নেতাকে ব্যক্তিগত ১০ হাজার টাকা বন্ডে জামিন দেয়। একই সঙ্গে কিছু শর্ত দিয়েছে।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি। পার্থ চট্টোপাধ্য়ায়ের পর এই প্রথম রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিল কেন্দ্রীয় সংস্থা। ইডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য মন্ত্রীর বীরভূম-সহ একাধিক এলাকার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেকে নগর ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা এক বার দুই বার চন্দ্রনাথ সিনহাকে তলব করেছিল। দুইবার তিনি হাজিরা এড়ান। তবে গত মাসে মন্ত্রী হঠাৎ করেই ইডির দফতরে উপস্থিত হয়েছিলেন। তবে তার আগেই চার্জশিট পেশ করেছিল ইডি।

শনিবপার আত্মসমর্পণ করেন। তারপরই ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন জানান। ইডি জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায় আদালতে। কিন্তু তা খারিজ করে দেয় আদালত। ব্যক্তিগত ১০ হাজার টাকা বন্ড ও শর্ত আরোপ করে জামিন দেয়। শর্তগুলি হল- আপাতত নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে যেতে পারবেন না চন্দ্রনাথ সিনহা। তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই শর্তগুলি মন্ত্রীর ওপর আরোপ করা থাকবে বলেও জানিয়েছে আদালত। 

 

সবিস্তারে আসছে...

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?