কোটি কোটি টাকার মালকিন CPIM প্রার্থী সায়রা হালিম, ভরি ভরি সোনাদানা রয়েছে তাঁর

দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সিপিআইএম নেত্রী সায়রা শাহ হালিম। বিদেশে পড়াশুনা। বলিউড যোগ থাকা সায়রা হালিমের সম্পত্তির পরিমাণ কিন্তু অবাক করার মতই।

 

Saborni Mitra | Published : May 26, 2024 10:31 AM IST

110
সায়রা শাহ হালিম

রাজ্য বিধানসভার প্রয়াত অধ্যক্ষ হাসিম আবদুল হালিমের পুত্রবধূ সায়রা হালিম। স্বামী ফুয়াদ হালিম রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ। নাসিরউদ্দিন শাহের ভাইঝি। দক্ষিণ কলকাতার সিপিআই(এম) প্রার্থী তিনি।

210
রাজনীতিতে পা

বিদেশে পড়াশুনা। দীর্ঘদিন কর্পোরেট সংস্থায় চাকরি করেছেন। কিন্তু এখন পুরোদমে রাজনীতিতে। ৪৬ বছরের সায়রার আন্নামাসাই বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তিনি ইংরেজিতে এমএ পাশ করেছে।

310
সায়রার মোট সম্পত্তি

সায়রা হালিমের মোট সম্পত্তির পরিমাণ ৪.৪১.৯৬.৮১৫ কোটি টাকা।

410
কমিশনে দাখিল সম্পত্তির হিসেব

সম্প্রতি নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে বাম প্রার্থী তাঁর মোট সম্পত্তির হিসেব দাখিল করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন তাঁর মোট সম্পদের পরিমাণ চার কোটি টাকারও বেশি।

510
সায়রার আয়

নির্বাচন কমিশনে দাখিল করা হিসেব অনুযায়ী সায়রা হালিম জানিয়েছেন, গত অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৯৭ হাজার ৫৭০ টাকা।

610
সায়রার টাকা আর অ্যাকাউন্ট

সায়রা হালিম জানিয়েছেন তাঁর হাতে দেড় লক্ষ টাকা নগদ ছিল। সায়রা আরও জানিয়েছেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ৩টি। ব্যাঙ্কে রয়েছেন ৮ লক্ষ ২১ হাজার ৮৯০ টাকা।

710
সায়রার বিনিয়োগ

সায়রা হালিম জানিয়েছেন, বিভিন্ন জায়গায় তাঁর বিনিয়োগ রয়েছে। বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৯ লক্ষ ৯৮ হাজার টাকা।

810
সায়রা হালিমের সোনাদানা

নির্বাচনী হলফনামা অনুয়ায়ী সায়রা হালিমের ভরি ভরি সোনা রয়েছে। তাঁর সোনার পরিমাণে ১০২৩ গ্রাম। যার বাজারমূল্য ৭৪ লক্ষ ৬ হাজার ৪৬ টাকা।

910
সায়রার ফ্ল্যাট

স্থাবর সম্পত্তির মধ্যে সায়রা হালিমের একটি ফ্ল্যাট রয়েছে। যার বাজারমূল্য ২০ লক্ষ ৫০ হাজার টাকা। যদিও এই ফ্ল্যাটটি যৌথভাবে রয়েছে তাঁর স্বামী ফুয়াদ হালিমের নামে।

1010
সায়রার স্বামী ফুয়াদের সম্পত্তি

নির্বাচনী হলফনামায় সায়রা তাঁর স্বামী ফুয়াদের সম্পত্তির খতিয়ানও দিয়েছেন। তিনি ডক্টর ফুয়াদ হালিমের হাতে নগদ রয়েছে ১ লক্ষ ৭২ হাজার টাকা। ব্যাঙ্কে রয়েছে ১২ লক্ষ ২৫ হাজার ৮৪৮ টাকা। বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৪৫ লক্ষ ২৭ হাজার ৪৯৮ টাকা । তাঁর তিনটি গাড়ি রয়েছে। ২৫০ গ্রাম সোনা রয়েছে যার বাজারমূল্য ১৮ লক্ষ ৯ হাজার টাকা। একটি বাণিজ্যিক ভবন রয়েছে তাঁর, যার মূল্য ৮৯ লক্ষ টাকা।

Read more Photos on
Share this Photo Gallery

Latest Videos

click me!

Latest Videos

Recommended Photos