মোট সম্পত্তিতে CPIM প্রার্থী সুজন চক্রবর্তীকে টেক্কা দিলেন স্ত্রী, দেখুন দম্পতির লক্ষ লক্ষ টাকার সম্পদ

সুজন চক্রবর্তী দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিবিদ। সাংসদ হিসেবে যেমন দায়িত্ব পালন করেছিলেন তেমনই ছিলেন বিধায়কও। এবার সিপিএম তাঁকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে। দেখুন বাম প্রার্থী সুজন চক্রবর্তীর মোট সম্পত্তি।

 

Saborni Mitra | Published : May 13, 2024 6:08 AM IST
110
সুজন চক্রবর্তী

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বাম প্রার্থী রাজনীতির সঙ্গে জড়িত। সিপিএম -এর সর্বক্ষণের কর্মী তিনি। লোকসভা নির্বাচনের মনোনয়ন দাখিল করেছেন তিনি। সেখানেই তিনি জমা দিয়েছেন তাঁর সম্পত্তির হিসেব নিকেশ।

সঙ্গে স্ত্রী মিলির সম্পত্তিও দাখিল করেছেন তিনি।

210
সুজনের হাতে নগদ

নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজন চক্রবর্তীর হাতে ক্যাশ রয়েছে ৯ হাজার ৫০০ টাকা।

310
সুজনের ব্যাঙ্কে টাকা

নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।কালিকাপুরের ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৪৪ হাজার টাকা। এসবিআই-কলকাতা হাই কোর্ট এসপিবি ব্রাঞ্চে রয়েছে ১ লক্ষ ১০৩ টাকা।

410
বিনিয়োগ নেই সুজনের

নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজন জানিয়েছেন, তাঁর কোনও বিনিয়োগ নেই। গাড়িও নেই। নেআ সোনাদানাও।

510
সুজনের জমিজমা

নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের একটি চাষযোগ্য জমি রয়েছে। যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। বাস্তু জমি রয়েছে সোনারপুরের কালিকাপুরে। বাজারদল প্রায় ১৬ লক্ষ টাকা। কালিকাপুরে একটি ৭০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। যার দাম ৯ লক্ষ টাকা।

610
জনের তুলনায় মিলি ধনী

নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের তুলনায় তাঁর স্ত্রী মিলির সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর হাতে ক্যাশ রয়েছে ৬ হাজার টাকা।

710
সুজনের স্ত্রীর ব্যাঙ্কে টাকা

এসবিআই-চম্পাহাটি ব্রাঞ্চে রয়েছে ৭১ হাজার ৩৫৭ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্ক কালিকাপুরে রয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৬৭ টাকা। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে আড়াই লক্ষ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্ক কালিকাপুর ব্রাঞ্চেই আরও একটি অ্যাকাউন্ট রয়েছে, যার ব্যালেন্স ৮ লক্ষ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্ক টলিগঞ্জ ব্রাঞ্চে রয়েছে রয়েছে ১ লক্ষ ১১ হাজার টাকা।

810
সুজনের স্ত্রীর বিনিয়োগ

নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের স্ত্রী মিলির পোস্ট অফিসে রয়েছে ৫১ লক্ষ ৮ হাজার টাকা। এলআইসিতে রয়েছে ২৩ লক্ষ টাকা।

910
মিলির সোনাদানা

সুজনের স্ত্রীর ৭০ গ্রাম সোনা রয়েছে। যার বাজার দল ৪ লক্ষ ৯০ হাজার টাকা।

1010
সুজনের প্রতিপক্ষ

সুজন চক্রবর্তীর প্রতিপক্ষ হলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, বিজেপি শীলভদ্র দত্ত।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos