SIR হচ্ছেই? প্রস্তুতি নিয়ে জেলার রিপোর্ট রাজ্য থেকে গেল জাতীয় নির্বাচন কমিশনে

Published : Aug 07, 2025, 09:08 PM IST

SIR preparation: SIR হলে রাজ্যের মুখ্যনির্বাচন অফিসারের দফতরে যে সবরকম ভাবে তৈরি তাও জানিয়েছে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে।

PREV
15
SIR হচ্ছেই?

যত দিন যাচ্ছে SIR নিয়ে জল্পনা বাড়ছে। বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। যার প্রভাব পড়তে শুরু করেছে বঙ্গে। এই রাজ্যে SIR হবে কিনা তা এখনও প্রশ্ন। একপক্ষ বলছে এটি জরুরি। অন্য পক্ষের দাবি এটি গুরুত্বহীন। কিন্তু এই পরিস্থিতিতে যে রাজ্যে SIR-এর প্রস্তুতি শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ, রাজ্যের SIR প্রস্তুতি নিয়ে চিঠি চালাচালি শুরু হয়ে গেছে।

25
চিঠি বিনিময়

বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) -১ এর দফতরে। বৃহস্পতিবার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্রশ্নের উত্তর দিল রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার। চিঠির বিষয় মূলত SIR-এর প্রস্তুতি নিয়ে। ভোটার তালিকা সংশোধন নিয়ে জেলা থেকে প্রাপ্ত রিপোর্ট রাজ্য পাঠিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে।

35
প্রস্তুত রাজ্য মুখ্য নির্বাচন অফিসারের দফতর

SIR হলে রাজ্যের মুখ্যনির্বাচন অফিসারের দফতরে যে সবরকম ভাবে তৈরি তাও জানিয়েছে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, এবার থেকে কোনও বুথেই ১২০০-এর বেশি ভোটার থাকবে না। সেই নির্দেশ মেনে রাজ্যে বুথের সংখ্যা ৮০৬৮০ থেকে ৯৮ হাজারের বেশি করা হয়েছে।

45
কমিশন সূত্রের খবর

জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্য সিইওর নেতৃত্বে জেলা নির্বাচনী অফিসার বা জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসাররা কাজ করবেন। তারাই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজটি করবেন।

55
এরা নিশ্চিন্ত

কমিশন সূত্রের খবর, ২০০২ সালের ১ জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় যে ব্যক্তিদের নাম রয়েছে তাদের কোনও সমস্যা নেই। এদের অতিরিক্ত কোনও নথি দেখাতে হবে না। কিন্তু যে ব্যক্তিদের নাম এই তালিকায় নেই তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট তালিকায় তাদের অভিভাবকদের নাম থাকতে হবে। কিন্তু সেটাও যাদের থাকবে না তাদেরই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। অনলাইনেও এই প্রক্রিয়া চলবে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিরা যুক্ত থাকবেন।

Read more Photos on
click me!

Recommended Stories