'মা বাবার বার্থ সার্টিফিকেট আছে তো?' ঝাড়গ্রাম থেকে মোদী সরকারকে প্রশ্ন মমতার

Published : Aug 07, 2025, 05:38 PM IST

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার পূর্বেই দুটি ইস্যুতে সুর চড়াতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ও রাজ্যের বাইরে দুটি ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেসও।

PREV
15
দুটি ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেস

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার পূর্বেই দুটি ইস্যুতে সুর চড়াতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ও রাজ্যের বাইরে দুটি ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেসও। তবে এবার রাখঢাক না করেই স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে  আদিবাসী দিবসের মঞ্চ থেকেই দুটি বিষয় নিয়ে তীব্র আন্দোলনের ডাক দিলের। তাতেই ওয়াকিবহাল মহলের অনুমান রাজ্য বিধানসভা নির্বাচনে দুটি বিষয়কেই হাতিয়ার করতে চলেছেন তৃণমূল নেত্রী।

25
কমিশন ও কেন্দ্রকে হুঁশিয়ারি

বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি ভোটার তালিকা সংশোধন নিয়ে স্পষ্ট করে জানিয়ে দেন কোন ফর্ম ফিলাপ না করাই উচিৎ। আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষকে এই বিষয়ে সাবধান থাকার পরামর্শও দেন।

35
মমতার তোপ

মমতা বলেন ' কেউ যদি বলে ফর্ম ফিলাপ করুন আমরা কিছু দেব, তাহলে করবেন না। ' তিনি সাবধান করে বলেন, কোনও ব্যক্তির সব ডিটেলস নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে। তিনি বলেন 'আমরা মানব না। আমরা চাই আমাদের আদিবাসী, তফসিলি, দলিত, হিন্দু, মুসলিম হোক। আর আমার কন্যাশ্রীই হোক, সকলের নাম ভোটার লিস্টে তুলতে হবে। ' তিনি বলেন কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে। পুরনো ভোটার কার্ড বা ভোটার লিস্ট দেখলেই হবে না। নতুন করে নাম তোলার চক্রান্ত করছে বিজেপি সরকার।

45
বার্থ সার্টিফিকেট ইস্যুতে কেন্দ্রকে নিশানা

মমতা বলেন, ২০০২ সালের পূর্বে যাদের জন্ম বা ২০০২ সালে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তাদের বাবা মায়ে বার্থ সার্টিফিকেট প্রয়োজন। কিন্তু সেই সময় মাত্র ৬০% মানুষেরই জন্মের শংসাপত্র থাকত। তিনি বলেছেন তিনি নিজেও বাড়িতেই জন্মেছিবেন। তাই অনেকেই বার্থসার্টিফিকেট নেই। তিনি প্রশ্ন তুলেছেন, 'আমি জিজ্ঞাসা করছি, যাঁরা আইন করছেন, তাঁদের মা বাবার বার্থ সার্টিফিকেট আছে তো?'

55
ভাষা নিয়ে তোপ

মমতা বলেন, 'বাংলা ভাষা বলে কোনও ভাষা না থাকলে কোন ভাষায় জাতীয় সঙ্গীত লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন, স্বামীজি, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন?' তিনি বলেন, প্রত্যেক মানুষেরই একটা ভাষা রয়েছে। ভাষা তাঁর সম্মানের। ভাষা তাঁর গর্বের। তিনি বলেন, 'নেতাজি কোন ভাষায় কথা বলতেন? অপদার্থগুলো বলছে বাংলা বলে কোনও ভাষা নেই। মনে রাখবেন ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মনে রাখবেন এই মাটি সোনার মাটি।'

Read more Photos on
click me!

Recommended Stories