Tragic News: ঘুঘনির ক়ড়াইতে পড়ে মৃত্যু দুধের শিশুর, শোকের আবহ বীরভূমে

Published : Dec 06, 2024, 06:32 PM IST
1 year old child death in US

সংক্ষিপ্ত

নিহত শিশুর নাম আকসাম শেখ। তাঁর মা মানুয়ারা বেগম শুক্রবার সকালে রান্না করছিলেন। ঘুঘনি রান্না করছিলেন পরিবারের সদস্যদের জন্য। রান্না শেষ পথে। 

মর্মান্তিক মৃত্যু হল শিশুর। নিজের একটুখানি ভুলের জন্য একজন মা হারালেন দুধের শিশুকে। ফুটন্ত ঘুঘনির কড়াইয়ের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হয় একটি শিশুর। মর্মান্তিক এই ঘটনা বীরভূমের ধনঞ্জয়পুরে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি। যার কারণে গোটা এলাকাতেই শোকের আবহ।

নিহত শিশুর নাম আকসাম শেখ। তাঁর মা মানুয়ারা বেগম শুক্রবার সকালে রান্না করছিলেন। ঘুঘনি রান্না করছিলেন পরিবারের সদস্যদের জন্য। রান্না শেষ পথে। সেই সময় মশলা দিতে হবে বলে উনুন থেকে ফুটন্ত ঘুঘনির কড়াই নামিয়ে রেখে ঘরে গিয়েছিলেন। ঘর থেকেই শুনতে পান কিছু পড়ে যাওয়ার আওয়াজ। ছুটে এসে দেখেন কড়াইয়ের মধ্যে পড়ে রয়েছে তাঁরই দুধের শিশু।

স্থানীয়দের কথায় শিশুটি হামাগুড়ি দিচ্ছিল। ঘর থেকে কোনও ফাঁকে বেরিয়ে এসেছিলেন রান্নাঘরে। সেখানেই কোনও রকমে টাল সামলাতে না পেরে পড়ে যায় গরম কড়াইয়ের মধ্যে। স্থানীয়রা দ্রুত সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। শেষ পর্যন্ত প্রাণে বাঁচান যায়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের জন্য মৃত শিশুর দের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু