চাকরি প্রার্থীদের জন্য সুখবর! স্কুলে একসঙ্গে ২৫০০ নিয়োগ করবে রাজ্য সরকার, রয়েছে বিশেষ শর্ত

রাজ্য প্রশাসন সূত্রের খবর, রাজ্যে এই মুহূর্তে প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষক পদ ফাঁকা হয়েছে। একসঙ্গে প্রায় সবকটি পদেই শিক্ষক নেওয়া হয়েছে। তবে বিশেষ শর্ত রয়েছে।

 

নিয়োগ দুর্নীতির মধ্যেই রাজ্যের শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকার এই প্রথম বিশেষভাবে সক্ষম পডুয়াদের জন্য নির্দিষ্ট শিক্ষক নিয়োগ করতে চলছে। নবান্ন সূত্রের খবর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে সেই নিয়োগ। একসঙ্গে প্রায় আড়াই হাজার শিক্ষক নিয়োগ হবে। প্রাথমিক থেকে শুরু করে নবম ও দশম শ্রেণির বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রের খবর, রাজ্যে এই মুহূর্তে প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষক পদ ফাঁকা হয়েছে। একসঙ্গে প্রায় সবকটি পদেই শিক্ষক নেওয়া হয়েছে। তবে বিশেষ শর্ত রয়েছে। সংশ্লিষ্ট পদের জন্য আবেদন যারা করবেন তাদের স্পেশাল এডুকেটর হবে। বিশেষ প্রশিক্ষণ থাকতে হবে। একই সঙ্গে একের বেশি স্কুলে তাদের পড়াতে হতে পারে। যদি যদি কোনও স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী থাকে, তাদের পড়ানোর দায়িত্ব বর্তাবে এই স্পেশাল এডুকেটরদের উপর ৷ যদি একই এলাকায় একাধিক স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে সবক'টি জায়গাতে পড়ানোর সুযোগ পাবেন তিনি ৷ যেহেতু এই ধরনের পদের ব্যবস্থা আগে ছিল না, তাই এর জন্য বিল পাস করতে হবে বিধানসভায় ৷

গত জুন মাসেই কলকাতা হাইকোর্ট বিশেষভাবে সক্ষমদের কথা বিবেচনা করে সব প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের নির্দেশ দিয়েছি। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ ছিল তিন মাসের মধ্যে সবদিক বিবেচনা করে বিশেষ পদ তৈরি করতে হবে। সেইমত আড়াই হাজার স্পেশাল এডুকেটরের পদ তৈরি করে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

Share this article
click me!

Latest Videos

আবাস যোজনার তালিকায় বাদ পড়লো প্রাপকদের নাম! আঙুল উঠলো দুই সরকারি কর্মচারীর দিকে, চাঞ্চল্য Bangaon-এ
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
Suvendu Adhikari Live : মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মেয়রের গ্রেফতারের দাবীতে পথে শুভেন্দু
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar