আসামী মুজিবুর রহমানকে পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নিল গ্রামের লোক! ফের চোপড়ায় আক্রান্ত পুলিশ

Published : Mar 01, 2025, 06:13 PM IST
Jaipur Police

সংক্ষিপ্ত

জানা গিয়েছে,অভিযুক্ত মুজিবর রহমান দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল যাতে পুলিশ নাগাল না পায়। অভিযুক্তের সন্ধান পেতেই শনিবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এরপরই আসামীকে ছাড়াতে গ্রামবাসীদের একাংশ রুখে দাঁড়ায় পুলিশের গাড়ির সামনে।

আসামী ছিনতাইয়ের ঘটনা এবার চোপড়ায় । দেড় মাসের মধ্যে উত্তর দিনাজপুরে পুলিশের হাত থেকে আসামীকে কার্যত ছিনতাই করে সরিয়ে দিল গ্রামবাসী। শনিবার দুপুরে এই আসামী ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে চোপড়ার গ্রামে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। গ্রামে উত্তেজনার মধ্য়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সরকারি কাজে বাধা ও পুলিশের উপর আক্রমণের অভিযোগে এই ঘটনায় গ্রেফতার হয়েছে ১১ জন। আসামী মুজিবুর রহমান এলাকায় প্রভাবশালী বলে জানা যায়। এই ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়ার কালকাপুরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে।

অভিযুক্তের নাম মজিবুর রহমান। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় যায় চোপড়া থানার আই.সি সুরজ থাপা। অভিযুক্তের খোঁজে এলাকায় চিরুনী তল্লাশী চালাচ্ছে পুলিশ। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে,অভিযুক্ত মুজিবর রহমান দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল যাতে পুলিশ নাগাল না পায়। অভিযুক্তের সন্ধান পেতেই শনিবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এরপরই আসামীকে ছাড়াতে গ্রামবাসীদের একাংশ রুখে দাঁড়ায় পুলিশের গাড়ির সামনে। ধস্তাধস্তি পর্যায়ে গেলে পুলিশের গাড়ি থেকে বের করে পালিয়ে যেতে সহযোগিতা করেন গ্রামবাসীদের একাংশ এমনটাই অভিযোগ ওঠে।

গ্রামবাসীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের বিশাল বাহিনী। পৌঁছন চোপড়া থানার আইসি সুরজ থাপাও। তবে অভিযুক্তের খোঁজে এখন তল্লাশি শুরু হয়েছে এলাকায়। অভিযুক্ত মুজিবর রহমানের বিরুদ্ধে মাদক পাচার থেকে শুরু করে অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

পুলিশ সূত্রে খবর, অস্ত্র আইনের মামলায় শনিবার দুপুরে চোপড়ার পুলিশ যায় মুজিবরকে গ্রেফতার করতে। পুলিশ মুজিবুরের বাড়িতে গিয়েই ঘিরে ফেলে গোটা চত্বর। কিন্তু মুজিবুর বিপদ আঁচ করেই পুলিশের চোখে ধূলো দিয়ে বাড়ির পিছন দিয়ে বাঁশবন টপকে পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তখন এলাকার সাধারণ মানুষের বাধার মুখে পড়ে যায় পুলিশ। বেশ কিছুদিন ধরে গা–ঢাকা দিয়ে ছিল এই অভিযুক্ত। কদিন আগে গ্রামে ফিরে আসতেই গোপন সূত্রে খবর পায় পুলিশ। তাই পুলিশ মুজিবুরকে ধরতে গ্রামে আসে । এর আগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল এই চোপড়াতেই । তখন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কড়া বার্তা দিয়েছিলেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

রেকর্ডস্তরে পৌঁছে গেল বন্দরের নাব্যতা, বাড়বে রাজস্ব, খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন
উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া