ওরা তো অশিক্ষিত! ক্লাস টেন পাশ জুন মালিয়ার কথা শুনে হাসি চাপতে পারছে না বিজেপি

বুথ থেকে বেরিয় তৃণমূল প্রার্থীকে বলতে শোনা যায়, “ওরা তো অশিক্ষিত। পড়াশোনা করে না। কিছু না। গামছা জড়িয়ে ভাবছে এটাও মাঠ।”

তখন ভোট চলছে। আচমকা বুথের ভিতরে অভব্য আচরণের অভিযোগ তোলেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বিজেপি-এর এজেন্টের বিরুদ্ধে তার অভিযোগ ছিল। জুন মালিয়া অভিযোগ তোলেন বিজেপি-র পোলিং এজেন্ট বুথের ভিতরে তাঁকে বাধা দিয়েছে। পরে বুথ থেকে বেরিয় তৃণমূল প্রার্থীকে বলতে শোনা যায়, “ওরা তো অশিক্ষিত। পড়াশোনা করে না। কিছু না। গামছা জড়িয়ে ভাবছে এটাও মাঠ।”

এরপরেই হাসির রোল পড়ে গিয়েছে বিজেপিতে। তবে জুনের এই মন্তব্যের পরই ফুঁসে ওঠেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি পাল্টা প্রশ্ন করেছেন জুন মালিয়ার শিক্ষাগত যোগ্যাতা নিয়ে। এবং বলেছেন, “আমরা অশিক্ষিত হতে পারি। অর্ধ শিক্ষিত হতে পারি। কিন্তু চোর নই। জুন মালিয়া যে পার্টি করেন এবং ওঁর যে নেত্রী রয়েছেন তাঁরা চোর-ডাকাত। আমরা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করি না। ঠকাইনি ওদের। কেন্দ্রের টাকা চুরি করিনি।”

Latest Videos

বিজেপি প্রার্থীর আরও সংযোজন, “জুন মনে করছেন উনি বোধহয় ওনার নেত্রীর মতো পিএইচডি করেছেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। জুনও আবার কোথাও করেছেন কি না। কিন্তু আমি দেখলাম উনি টুয়েলভ পাশ। মানুষকে কি সম্মানটা পড়াশোনার উপর দেওয়া হয়?”

এদিন জুন বলেন ওরা তো অশিক্ষিত। পড়াশোনা করে না…।' বিজেপির পাল্টা প্রশ্ন উনি নিজে কতদূর পড়াশোনা করেছেন যে কাউকে অশিক্ষিত বলার যোগ্যতা অর্জন করে ফেলেছেন! এর উত্তরে অগ্নিমিত্রা বলেন উনি তো দ্বাদশ শ্রেণি পাশ। তবে, হলফনামায় জুন মালিয়া উল্লেখ করেছেন তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ক্লাস টেন পাশ। সিবিএসসি বোর্ড থেকে ১৯৮৮ সালে পাশ করেছেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM