নেপালের অশান্তির জের, মাঝ রাতে হঠাৎ উত্তরকন্যায় মমতা, ছুটে এলেন পুলিশ-প্রশাসনের কর্তারাও

Published : Sep 10, 2025, 08:23 AM IST

নেপালের অশান্ত পরিস্থিতির কারণে ইন্টারনেট সমস্যার সম্মুখীন হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝরাতে উত্তরকন্যায় চলে আসেন। প্রশাসনিক কাজে ইন্টারনেটের প্রয়োজনীয়তা এবং নেপালের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

PREV
15

মঙ্গলবার মাঝরাতে উত্তরকন্যা এসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। মুখ্যমন্ত্রী মাঝরাতে হঠাৎ উত্তরকন্যায় চলে আসায় পুলিশ প্রশাসনের শোরগোল পড়ে যায়। দ্রুত উত্তরকনযা পৌঁছান শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ পুলিশ, প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্তারা।

25

তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির কাছে কন্যাশ্রী অতিথি নিবাসে রাতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু তিনি হঠাৎ উত্তরকন্যায় চলে আসেন। আসলে পড়শি দেশ নেপাল অশান্ত হয়ে ওঠায় ওই এলাকায় ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

35

এর কারণে কন্যাশ্রীতে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন মুখ্যমন্ত্রী। কারণ কন্যাশ্রী থেকে নেপাল সীমান্তে দূরত্ব একেবারেই কম। নেপালের পরিস্থিতি সম্পর্কে জানতে গিয়েই সমস্যা হচ্ছিল। ফোনে যোগাযোগের ক্ষেত্রেও হচ্ছিল সমস্যা। আর সে কারণে তিনি উত্তরকন্যায় চলে আসার সিদ্ধান্ত নেন।

45

মুখ্যমন্ত্রীর সফলসঙ্গী অরূপ বিশ্বাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি সর্বভারতীয় একজন নেত্রী। ইন্টারনেট কাজ না করায় কোনও ভাবেই কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে উত্তরকন্যায় নিজের ঘরে এসে কাজ করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশে এমন একটি ঘটনা ঘটেছে, তাতে মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন। তাই উত্তরকন্যায় চলে আসেন।

55

প্রসঙ্গত,সোশ্যাল মিডিয়া ইস্যুতে জ্বলছে নেপাল। তরুণ প্রজন্মের আন্দোলনে অস্বস্তিতে নেপালের কেপি শর্মা ওলি সরকার। কেপি শর্মা ওলি সরকরের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। এতে বাড়ে ক্ষোভ। রাস্তায় নামে তরুণ প্রজন্ম।

Read more Photos on
click me!

Recommended Stories