"তিস্তায় কি জল রয়েছে যে বাংলাদেশকে দেবে?" ফারাক্কা চুক্তির পুনর্নবীকরণ নিয়ে কেন্দ্রকে তুলোধনা করল মমতা বন্দ্যোপাধ্যায়

"তিস্তায় কি জল রয়েছে যে বাংলাদেশকে দেবে?" ফারাক্কা চুক্তির পুনর্নবীকরণ নিয়ে কেন্দ্রকে তুলোধনা করল মমতা বন্দ্যোপাধ্যায়

ইতিমধ্যেই ফারাক্কা চুক্তির পুনর্নবীকরণ। তিস্তার জল বন্টন নিয়ে রেগেই আগুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে মমতা বলেন, " তিস্তার জল আছে যে দেবে? বর্ষার জল দেখে নদীতে জলের কথা ভাববেন না। সিকিম এই ভুল করেছে।"

এর আগেও পুনর্নবীকরণ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা। এদিনও ক্ষোভ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছন, " আমাদের না জানিয়ে ফারাক্কা চুক্তি রিনিউ করবে। ফারাক্কা. ড্রেজিং করা হয় না। যার ফলে শুধু বাংলায় নয়, বিহারও ভাসে অথচ মূল আলোচনায় আমাদের ডাকা হল না। এটা দুর্ভাগ্যজনক। "

Latest Videos

তিস্তার জল বাংলাদেশকে দেওয়া নিয়ে আলোচনা চলছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এ নিয়ে তিনি জানান," আবার বলছে তিস্তার জল দেবে। তিস্তায় জল কোথায়? এর পর জল দিলে উত্তরবঙ্গ তো খাওয়ার জল পাবে না। বর্ষার জল দেখে নদীতে জলের কথা ভাববেন না সিকিম যখন জলবিদ্যুৎ কেন্দ্র করল, কেন্দ্রে দেখা উচিত ছিল। সে জন্য আজ মানুষকে ভুগতে হচ্ছে"। সব মিলিয়ে রাজ্যকে না জানিয়ে ফারাক্কা চুক্তি পুনর্নবিকরণ হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর