"তিস্তায় কি জল রয়েছে যে বাংলাদেশকে দেবে?" ফারাক্কা চুক্তির পুনর্নবীকরণ নিয়ে কেন্দ্রকে তুলোধনা করল মমতা বন্দ্যোপাধ্যায়

"তিস্তায় কি জল রয়েছে যে বাংলাদেশকে দেবে?" ফারাক্কা চুক্তির পুনর্নবীকরণ নিয়ে কেন্দ্রকে তুলোধনা করল মমতা বন্দ্যোপাধ্যায়

Anulekha Kar | Published : Jul 9, 2024 10:16 AM IST

ইতিমধ্যেই ফারাক্কা চুক্তির পুনর্নবীকরণ। তিস্তার জল বন্টন নিয়ে রেগেই আগুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে মমতা বলেন, " তিস্তার জল আছে যে দেবে? বর্ষার জল দেখে নদীতে জলের কথা ভাববেন না। সিকিম এই ভুল করেছে।"

এর আগেও পুনর্নবীকরণ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা। এদিনও ক্ষোভ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছন, " আমাদের না জানিয়ে ফারাক্কা চুক্তি রিনিউ করবে। ফারাক্কা. ড্রেজিং করা হয় না। যার ফলে শুধু বাংলায় নয়, বিহারও ভাসে অথচ মূল আলোচনায় আমাদের ডাকা হল না। এটা দুর্ভাগ্যজনক। "

Latest Videos

তিস্তার জল বাংলাদেশকে দেওয়া নিয়ে আলোচনা চলছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এ নিয়ে তিনি জানান," আবার বলছে তিস্তার জল দেবে। তিস্তায় জল কোথায়? এর পর জল দিলে উত্তরবঙ্গ তো খাওয়ার জল পাবে না। বর্ষার জল দেখে নদীতে জলের কথা ভাববেন না সিকিম যখন জলবিদ্যুৎ কেন্দ্র করল, কেন্দ্রে দেখা উচিত ছিল। সে জন্য আজ মানুষকে ভুগতে হচ্ছে"। সব মিলিয়ে রাজ্যকে না জানিয়ে ফারাক্কা চুক্তি পুনর্নবিকরণ হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share this article
click me!

Latest Videos

‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024