সংক্ষিপ্ত

সোনালী গুহ বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্ক আরও কথা বলেছেন। তিনি বলেছেন, এরপরই বুদ্ধবাবু তাঁকে বলেন, 'সোনালী আপনি দাঁড়ান আপনার নেত্রীকে বলুন ১০ মিনিটের মধ্যে বোমাবাজি বন্ধ হয়ে যাবে।'

একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ার ছায়াসঙ্গী ছিলেন। রাজ্য রাজনীতিতে পরিচিত নাম ছিল সোনালী গুহ। বর্তমানে রাজনীতিতে অনেকটাই দূরে। বিজেপিতে যোগদান করলেও কর্মসূচিতে তেমন দেখা যায় না। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ।

সোনালী গুহ বলেছেন, 'আমি বুদ্ধদেব ভট্টাচার্যেরগলা টিপটে গিয়েছিলেন। কারণ নানুরে মমতাদিদি কে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই সময় পঙ্কজ বন্দ্যোপাধ্যায় সেই সময় ছিলেন বিরোধী দলনেতা। উনি (মমতা বন্দ্য়োপাধ্যায়) তাঁর ফোনে আমাকে ধরলেন। আমি বললাম কী হয়েছে? তখনই উনি বললেন, উনি বললেন, সোনালী বুদ্ধ ভট্টাচার্যকে ছাড়বি না। ' তিনি আরও বলেছেন, সেই সময় নানুর ছিল উত্তপ্ত। সেখানে বোমাবাজি হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেখানে ঢুকতে পারছিলেন না। এরপর সোনালী বলেন, 'আমি এই খবর পাওয়ার পরই বুদ্ধদেব ভট্টাচার্যকে বললাম, এই বুদ্ধ আপনারা বোমাবাজি করছেন। আমাদের নেত্রী ঢুকতে পারছে না। আমি দিদিকে বললাম তুমি পঙ্কজদাকে বললেন না কেন? দিদি বলল পঙ্কজের সঙ্গে বুদ্ধবাবুদের আঁতাত রয়েছে। বুদ্ধবাবু তখন তাঁর সেক্রেটারি ভাস্কর লায়েককে বললেন ওরা কেন ঢুকতে পারছে না দেখুন। '

সোনালী এখানেই থামেননি। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্ক আরও কথা বলেছেন। তিনি বলেছেন, এরপরই বুদ্ধবাবু তাঁকে বলেন, 'সোনালী আপনি দাঁড়ান আপনার নেত্রীকে বলুন ১০ মিনিটের মধ্যে বোমাবাজি বন্ধ হয়ে যাবে।' সোনালী আরও বলেন, বুদ্ধবাবু তাঁকে সম্মান দিতেন। দ্রুত প্রয়োজনীয় নির্দেশও দেন। তিনি বলেন, এরপরই সংবাদ মাধ্যমে হেডলাইন হয় বুদ্ধবাবু বিরোধী দলের একজন এমএলকে নাম ধরে ডেকেছেন। তিনি বলেন, 'বোমাবাজি বন্ধ হওয়ার পরেও মমতাদি তা পছন্দ করেননি।'

সোনালীর এই মন্তব্যের প্ররিপ্রেক্ষিতে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, দলবদল হওয়ার পরই পর্দার পিছনের ঘটনা ধীরে ধীরে সামনে আসছে। তারপরই জানতে পারছি মমতা বন্দ্যোপাধ্য়ায় আর তাঁর দলের সদস্যরা কতটা নোংরা রাজনীতি করেছেন। এঁদের ঠাঁই আস্তাকুঁড়েতেও হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।