নবান্নের একটি সূত্র মনে করছে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের মধ্যে সংঘাত ক্রমশই বাড়ছে। সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙলাভাষীদের ওপর অত্যাচার করছে- এই অভিযোগ তুলে সরব হচ্ছে তৃণমূল। সেই নিয়ে ১৮ অগস্টের বৈঠকে কথা হতে পারে বলেও মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা। যদিও এই বিষয়ে এখনও কিছুই বলেনি নবান্ন।