ধনধান্যে অডিটোরিয়াম যে রাজ্যের প্রগতি এবং উন্নয়নের সাক্ষ্য বহন করে, সে কথাও উল্লেখ করেন তিনি।
'গর্বের মুহূর্ত!' আলিপুরের ধনধান্যে অডিটোরিয়ামের উদ্বোধনে এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পূর্ত দপ্তরের ৬৫০ কর্মীকে ধন্যবাদ দিলেন তিনি। ধনধান্যে অডিটোরিয়াম যে রাজ্যের প্রগতি এবং উন্নয়নের সাক্ষ্য বহন করে, সে কথাও উল্লেখ করেন তিনি।
আজ বৃহস্পতিবার আলিপুরে ধনধান্যে অডিটোরিয়াম উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাইরে থেকে এই অডিটোরিয়াম দেখতে শ্বেতশুভ্র শঙখের মত। ভিতরে অবশ্য স্ট্রিট থিয়েটার কর্ণার থেকে মাল্টিপারপাস হল কিংবা মিনি অডিটরিয়াম থেকে ব্যাঙ্কোয়েট-- সবই রয়েছে এই ছয়তলা অডিটোরিয়ামে। সাড়ে চারশো কোটি টাকা খরচ করে তৈরি এই অডিটোরিয়ামের নকশাও মুখ্যমন্ত্রীর নিজের ভাবনা অনুযায়ী পরিকল্পনা করা। নির্মান-দায়িত্বে অবশ্য পূর্ত দপ্তর। দিনের বেলা শ্বেতশুভ্র হলেও, রাতে হাজার আলোর ছটা খেলে এই অডিটোরিয়ামজুড়ে।
নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। কিন্তু বাধ সাধে কোভিড অতিমারি। টানা তিন বছর বন্ধ ছিল কাজ। অবশেষে ২০২১ সালে অতিমারির প্রকোপ কমতে ফের শুরু হয় কাজ। যুদ্ধকালীন তৎপরতায় টানা দু'বছরের মধ্যে শেষ হল অডিটোরিয়াম তৈরির কাজ। সূত্র মারফৎ জানা গিয়েছে, শঙখের ভিতর থাকছে লোহার কাঠামো। সঙ্গে জার্মানি থেকে নিয়ে আসা জিঙ্কের কাঠামো। জাপান থেকে আনা হয়েছে বিশেষ ধরনের আলো। তেত্রিশ হাজার রঙ ফুটে উঠবে সে আলোর ছটায়। স্বাভাবিকভাবেই, এমন এক প্রেক্ষাগৃহ উদ্বোধনে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। জেলায় এরকম উচ্চমানের পরিকাঠামো পেয়ে খুশি আলিপুরদুয়ারবাসীও।