'পাশে আছি!' দমদম বিমানবন্দর থেকে বার্তা দিয়ে ব্রিটেন সফরে গেলেন মমতা

সংক্ষিপ্ত

Mamata's visit to Britain: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে যোগাযোগ থাকবে। বাংলার মা-মাটি -মানুষকে বলব আপনারা ভাাল থাকবেন।'

 

Mamata's visit to Britain:পাশে থাকার বার্তা দিয়ে ৭ দিনের জন্য ব্রিটেন সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার দমদম বিমানবন্দর দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি লন্ডন সফরে (London Visit) থাকলেও তাঁর সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ থাকবে এই রাজ্যে। থিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য মমতার বিলেত যাত্রা প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে যায়। তিনি রওনা দেওয়ার আগে জানিয়েছেন, বিপর্যয়ের জের তাঁর গোটা সফরসূচিতেই প্রভাব ফেলেছ। বিপর্যয়ের কারণে তাঁরা রাত-দিন বিমান যাত্রা করতে হবে। কলকাতা থেকে মমতা প্রথম যাবেন দুবাই। সেখান থেকেই চড়বেন লন্ডনের বিমানে।

বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে যোগাযোগ থাকবে। বাংলার মা-মাটি -মানুষকে বলব আপনারা ভাাল থাকবেন।' সোমবার থেকেই লন্ডনে মমতার ঠাসা কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দিতে পরেন। মঙ্গলবার বাণিজ্য সম্মলনে যাওয়ার কথা রয়েছে। বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠকে যোগ দিতে পরে। আগামী বৃহস্পতিবর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে মমতার।

Latest Videos

মমতার বিদেশ সফরের সময় সরকার ও প্রশাসনিক কাজ সামলানোর জন্য ও সমন্বয় করার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে দিয়েছেন। সেখানে রয়েছেন, ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে। পাঁচ জন মন্ত্রীকে সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন মমতা। তাঁরা হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম।

প্রথমে ঠিক ছিল শনিবার সকালের বিমানে ব্রিটেনের উদ্দেশে রওনা হবেন মমতা। কিন্তু হিথরোয় বিপর্যয়ের পর তা স্থগিত হয়ে যায়। পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যায়। তার ফলে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে। তারই জেরে শুক্রবার সারা দিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকে হিথরোয়। রবিবার সকালেই হিথরো বিমানবন্দরে নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উড়ান। আপতকালীন ব্যবস্থা হিসেবে গ্যাটইউক বিমানবন্দরের কথা বিবেচনা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত হিথরোতেই নামবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ওয়াকফ ট্রাস্ট, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান নয়' ব্যাখ্যা দিয়ে ধুয়ে দিলেন লালন সিং | Lalan Singh
'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari