সামনেই ছাব্বিশের নির্বাচন (West Bengal Election 2026)। ভোটের ময়দানে নিজেদের জমি শক্ত রাখতে এখন থেকেই আসরে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় শিবিরই। বঙ্গ রাজনীতিতে চলছে ভুয়ো ভোট নিয়েও তরজা। এর মধ্যে প্রকাশ্যে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। এবার উত্তর ২৪ পরগনা
বনগাঁ: সামনেই ছাব্বিশের নির্বাচন (West Bengal Election 2026)। ভোটের ময়দানে নিজেদের জমি শক্ত রাখতে এখন থেকেই আসরে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় শিবিরই। বঙ্গ রাজনীতিতে চলছে ভুয়ো ভোট নিয়েও তরজা। এর মধ্যে প্রকাশ্যে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য।
জানা গিয়েছে, এবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় ভোটার কার্ডে ধরা পড়ল চার বাংলাদেশির নাম। এই বিষয়ে বনগাঁর বৈরামপুর এলাকার পঞ্চায়েত সদস্য পিঙ্কি সরকার ই-মেইল মারফত BDO-কে অভিযোগ জানিয়েছেন। ওই পঞ্চায়েত সদস্য দাবি করেছেন যে, তাঁরা বনগাঁ দক্ষিণ বিধানসভার ১৭ নম্বর পাটের বর্দ্বনবেড়িয়া গ্রামে ভোটার কার্ড যাচাই
করতে গেলে দেখতে পান, ওই গ্রামে চারজন বাংলাদেশি রয়েছেন। তাঁদের নাম আবার ভারতীয় হিসেবে ভোটার তালিকাতেও রয়েছে। শুধু তাই নয়, বৈরামপুর এলাকার পঞ্চায়েত সদস্য পিঙ্কি সরকার আরও অভিযোগ করে জানান, যে চারজনের নাম ভারতীয় ভোটার লিস্টে পাওয়া গিয়েছে তারা ভোটের সময় বাংলাদেশি পাসপোর্ট ভিসা ব্যবহার করে এখানে এসে ভোট দিয়ে আবার বাংলাদেশে ফিরে যান।
অন্যদিকে যে চারজন বাংলাদেশির নাম পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে বিমল বিশ্বাস নামের এক ব্যক্তি জানিয়েছে, তাঁরা ১৯৮০ সালে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছেন। সেই সময়ই তাঁদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হয়েছিল। তাঁরা সবাই এখন এই দেশের বৈধ নাগরিক বলেও দাবি করেছেন ওই পঞ্চায়েত সদস্যার কাছে। এদিকে অবৈধ ভোটারের মত চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই শাসক শিবিরকে আক্রমণ করার সুযোগ হাতছাড়া করেনি বঙ্গ BJP। গেরুয়া শিবিরের বিধায়ক তথা বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের দাবি, এই সমস্ত নেতারা বোধহয় ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন ভালো করে পড়েনি। বাংলাদেশ থেকে যে কোনও হিন্দু আসলেই এখানে জায়গা হবে বলেও জানিয়েছেব ওই বিজেপি বিধায়ক (BJP MLA)। যদিও বিজেপি বিধায়কের এই দাবি নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার ভুয়ো ভোটার ইস্যুতে ভোটের আগে এই জল কতদূর গড়ায়!
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।