বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে গ্রেফতার কলেজছাত্রী

Published : Feb 10, 2025, 07:05 PM IST
Madhyamik Exam 2025: মাধ্যমিকের ফর্ম ফিলাপের নিয়মে বড় বদল, জানুন কী করে অনলাইনে পুরণ করবেন ফর্ম

সংক্ষিপ্ত

পরিক্ষার হলে পরীক্ষক অ্যাডমিট কার্ড পরীক্ষা করতে গিয়ে দেখেন ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখের মিল পাওয়া যাচ্ছে না। তাঁর সন্দেহ হওয়ায় তিনি পুরো বিষয়টি জানান স্কুল কর্তৃপক্ষকে। জানা যায়, বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন এক কলেজ পড়ুয়া যুবতী।

বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে বিপদে পড়ল কলেজ ছাত্রী দিদি। ভুয়ো পরীক্ষার্থী বলে ধরে নিয়ে গেল পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার গরলগাছি বালিকা বিদ্যালয়ে। স্কুলের তরফে পুরো ঘটনার বিবরণ জানিয়ে দেওয়া মধ্যশিক্ষা পর্ষদকে।

মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সোমবার থেকে । আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা । পরীক্ষার প্রথম দিনে রাজ্যের সর্বত্র মোটামুটি নির্বিঘ্নে পরীক্ষা মিটলেও সমস্যা বাঁধল হুগলির চন্ডীতলার একটি স্কুলে। চণ্ডীতলার গরলগাছি বালিকা বিদ্যালয়ের তরফে জানা গিয়েছে, পরিক্ষার হলে পরীক্ষক অ্যাডমিট কার্ড পরীক্ষা করতে গিয়ে দেখেন ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখের মিল পাওয়া যাচ্ছে না। তাঁর সন্দেহ হওয়ায় তিনি পুরো বিষয়টি জানান স্কুল কর্তৃপক্ষকে। জানা যায়, বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন এক কলেজ পড়ুয়া যুবতী। স্কুল থেকে খবর পাঠানো হয় পুলিশ স্টেশনে। খবর পেয়ে স্কুলে এসে অভিযুক্তকে ধরে নিয়ে যাওয়া হয় চণ্ডীতলা থানায়।থানায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতেই জানা গিয়েছে, তিনি একজন কলেজ ছাত্রী । তাঁর বোন মাধ্যমিক পরীক্ষার্থী, বোনের হয়ে পরীক্ষা দিতেই তিনি গরলগাছা বালিকা বিদ্যালয়ে গিয়েছিলেন।

মাধ্যমিক পরীক্ষার ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৌশিক শীল চণ্ডীতলা থানায় গিয়েছিলেন। তিনিই পুরো বিষয়টি জানান পুলিশকে। থানা থেকে বেরিয়ে তিনি বলেন, কুমিরমোরা আরকেএন হাই স্কুলের পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্র পড়েছে গরলগাছা বালিকা বিদ্যালয়ে। আর এই স্কুলেই এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে ঢোকেন তার দিদি। পরীক্ষক অ্যাডমিট কার্ডের সঙ্গে পরীক্ষার্থীর মুখের মিল খুঁজে পাননি দেখেই সন্দেহ দানা বাঁধে। তখনই জিজ্ঞাসাবাদ করা হয় ওই যুবতীকে । খবর পৌঁছে যায় থানায়। কৌশিকবাবু আরও জানান, বিষয়টি জানানো হয়েছে শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদেরও। পরীক্ষায় বসার আগেই অভিযুক্তকে ধরা গিয়েছে, তাই এটিকে বড় সাফল্য বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ।হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর, ওই কলেজছাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ