বাঘ তাড়াতে গিয়ে ঘায়েল বনকর্মী, সুন্দরবনের জঙ্গলের সেই হাড়হিম করা ভিডিও দেখুন

Published : Feb 10, 2025, 06:51 PM IST
sunder ban

সংক্ষিপ্ত

সকাল বেলা লোকালয়ে চলে এলো সুন্দরবনের বাঘ।এই ঘটনায় দারুন ভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ।

বাঘের কামড়ে আহত হয়েছেন তিনি। জানা গিয়েছে, তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে। আজ, সোমবার সকালে মৈপীঠ কোস্টাল থানার নগেনাবাদ এলাকায় একটি বাগানে লুকিয়ে থাকতে দেখা যায় বাঘকে। সেই মতো তাকে তাড়াতে যায় বন কর্মীদের একটি দল। সঙ্গে ছিলেন এলাকার বাসিন্দারাও। তখনই বাঘটি ওই বনকর্মীকে আক্রমণ করে। প্রথমে থাবা মারে এবং তাঁর হাতে কামড় দেয়। তাতে গুরুতর জখম হয়েছেন বনকর্মী।

আজ সকাল বেলা লোকালয়ে চলে এলো সুন্দরবনের বাঘ।এই ঘটনায় দারুন ভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ নয় নম্বর মুলার জেটি ঘাটের কাছে রবিবার বিকালে স্থানীয় রাজকুমার সাফুঁই নামে এক যুবক বসেছিল ঠিক তখনই তার নজরে আসে যে জেটিঘাট সংলগ্ন শ্মশান ঘাটের কাছে একটি বাঘ গ্রামের দিকে ঘোরাঘুরি করছে। সেই অবস্থায় বাঘ বাঘ চিৎকার করে ওই যুবকটি সাইকেল ফেলে দৌড়ে বাড়িতে চলে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে বাঘ ঢোকার ঘটনা খবর। এরপর ওই যুবকের জ্যাঠামশাই শম্ভু সাফুঁই লাঠি সোটা সহ এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের ঝোপ ঝাড়ের মধ্যে বাঘ খুঁজতে আসে। বাঘের দেখা না পেলেও বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পায়।

যদিও বাঘ তাদের নজরে আসেনি। ততক্ষণে বাঘটি লোকজনের ঝোপঝাড়ে মধ্যে লুকিয়ে পড়ে। এরপর সঙ্গে সঙ্গেই গ্রাম থেকে সেই বাঘ ঢোকার খবর জানানো হয় বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসে। সেই সঙ্গে জানানো হয় স্থানীয় মৈপীঠ উপকূল থানায়।বাঘ ঢোকার খবর পেয়ে দ্রুত নৌকায় জাল নিয়ে পৌঁছায় বনকর্মীরা। জাল। জেটি ঘাটে চলে আসে পুলিশ কর্মীরাও। এরপর যাতে বাঘটি কোনভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে সেই জন্যই গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়।যদিও গ্রামের দিকে জালের কাছে চলে এসেছিলো বলে দাবি গ্রামবাসীদের।বাঘটি মূলত বৈঠাভাঙি জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরান নদীর শাখা ওরিয়াননালা পেরিয়ে ওই এলাকায় ঢুকে পড়েছে। বাঘটি আবার রাতের অন্ধকারে নিজের জঙ্গলে ফেরত যেতে পারে সে জন্য জঙ্গলের দিকটা খুলে রাখা হয়েছে এবং গ্রামের দিকে নদী বাঁধের ওপর রাত প্রহরার বন্দোবস্ত করা হয়েছে।সোমবার সকাল হলে থেকে আবারও পায়ের ছাপ দেখে বাঘের অবস্থান জানার কাজ শুরু করবে বন কর্মীরা। সেই সময় অন্যমনস্ক এক বনকর্মীর গায়ের উপর থাবা দিয়ে বসে বাঘ তড়িঘড়ি অন্য বনকর্মীরা উদ্ধার করে কর্মীকে, কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি