মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, কংগ্রেস তেলাঙ্গনায় জিতেছে। এই দলটি মধ্য প্রদেশ , ছত্তিশগড় আর রাজস্থানেও জিততে।
তিন রাজ্যে ভোটে কংগ্রেসের হার শুধুমাত্র কংগ্রসেরই পরাজয়। এটা জনগণের পরাজয় নয়। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর রাজস্থানের পরাজয় নিয়ে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায। তিনি আরও বলেন ভারত জোটের সদস্যদের সঙ্গে আসন বন্টন না করার কারণেই তিন রাজ্যে মুখ থুবড়ে পড়তে হয়েছে শতাব্দীপ্রাচীন দলটিকে। মমতা বলেন, 'এই হার জনগনের নয়, কংগ্রেসের পরাজয়।'
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, কংগ্রেস তেলাঙ্গনায় জিতেছে। এই দলটি মধ্য প্রদেশ , ছত্তিশগড় আর রাজস্থানেও জিততে। কারণ কংগ্রেসের ভোট কেটেছে ইন্ডিয়ার জোটের দলগুলি। আর সেই কারণে আসন ভাগাভাগির পরামর্শ দেওয়া হয়েছিল কংগ্রেসকে। কিন্তু কংগ্রেস তা করেনি। তারই ফল ভুগতে হচ্ছে। তিনি আরও বলেন, 'ভোট ভাগাভাগির কারণেই কংগ্রেস হেরেছে।' মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বার্তা দিয়েছেন। তিনি আরও বলেন, 'মতাদর্শের পাশাপাশি ভোটের রণকৌশল থাকাও জরুরি।' মমতা আরও বলেন, '২০২৪ সালে যদি আসন ভাগাভাগির ব্যবস্থা করা হয় তাগলেই বিজেপি আর ক্ষমতায় ফিরবে না।'
তিন রাজ্যে ভোটে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে। মধ্য প্রদেশে বিজেপি ক্ষমতা ধরে রেখেছে। আর রাজস্থান আর ছত্তিশগড়ে বিজেপি কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল কংগ্রেসের কাছে একটি বড় ধাক্কা বলেও দাবি করছে রাজনৈতিন মহল। অন্যদিকে বিজেপি এই ভোট থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের ফল প্রকাশের পরই দলীয় কার্যালয় থেকে জানিয়ে দিয়েছেন জনগণ তাঁর দলের ওপর আস্থা রয়েছে জনগণের । আর সেই কারণেই ২০২৪ সালে ক্ষমতায় ফেরার হ্যাট্রিক করবে বিজেপি। প্রধানমন্ত্রী বলেন, 'আজকের ফলাফল সেই শক্তিগুলির জন্য একটি সতর্কতা। যারা প্রগতির রাজনৈতিক বিরুদ্ধে। যারা উন্নয়নে বাধা আনতে চায়। এরা হল কংগ্রেস ও তার সহযোগীরা। এটাই কংগ্রেস ও তাদের অহংকারী জোটের জন্য একটি শিক্ষা। '
আরও পড়ুনঃ
Mamata And Abhishek: ১ দিনের ব্যবধানে উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা-অভিষেক, যোগ দিতে পারেন আবেশের বিয়েতে
Congress: তেলাঙ্গনায় কানুগোলু ম্যাজিকে জয়ী কংগ্রেস, জানুন কেন তিনি ফেল রাজস্থান ও মধ্যপ্রদেশে