নির্মাণ শ্রমিকদের ঝুলিতে আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্পে বড় পদক্ষেপ রাজ্যের

Published : Dec 13, 2024, 02:55 PM IST
rupee

সংক্ষিপ্ত

নির্মাণ শ্রমিকদের এককালীন ২.৫ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে রাজ্যের বড় পদক্ষেপ 

নির্মাণ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য তাদের কোনও টাকা দিতে হবে না। রাজ্য সরকার শ্রমিকদের সামাজিক সুরক্ষা অ্যাকাউন্টে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা দেবে। ৬০ বছরের পরে সেই টাকা ফেরত পাবেন শ্রমিকরা। মাত্র ৫ বছর এই প্রকল্পের অধীনে থাকলেও পাওয়া যাবে টাকা।

এই প্রকল্প অনুযায়ী ১৮ বছরে কেউ যদি এই প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করেন তাহলে তিনি ৬০ বছরের বয়সে আড়াই লক্ষ টাকা পাবেন। আগামী দিনে সরকার জমা করা টাকার অঙ্ক বাড়ালে অবসরের সময় পাবেন এককালীন সুবিধে। টাকার অঙ্কও দিনে দিনে বাড়বে। এই প্রকল্পের অধীনে যারা রয়েছে তাদের অবসরের আগে যদি মৃত্যু হয় তাহলে সংশ্লিষ্টের পরিবার এককালীন ৫০ হাজার টাকা পাবে। দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হল দুই লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। দুর্ঘটনা কারণে অসুস্থ হয়ে সংশ্লিষ্ট শ্রমিক ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পাবেন।

প্রকল্পের সুবিধেভোগী-

এই প্রকল্পের সুবিধেভোগীরা হলেন, নির্মাণ শ্রমিক। যারা সড়কপথ, রেল, সেচ, নিকাশি ও পরিকাঠামো নির্মাণের সঙ্গে যুক্ত তারা। জল সরবরাহ ব্যবস্থা থেকে শুরু করে বন্যা নিয়ন্ত্রণ ও টেলেফোনের টাওয়ার নির্মাণ ও লাগানোর কাজে যারা যুক্ত থাকেন তারাও পাবেন এই টাকা। খনি শ্রমিক ও পাথর খাদানের শ্রমিকরাও এই সুবিধে পাবেন।

প্রয়োজনীয় নথি

১৮-৬০ বছর বয়সী যে কোনও নির্মাণকর্মী এই প্রকল্পের সুবিধে পাবে। এক বছরে নূন্যতম ৯০ দিন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে। সংশ্লিষ্টকে নিজের বিষয়ে একটি ঘোষণা করতে হবে। শ্রম দফতরের পক্ষ থেকে বিলি করা হবে বিনামূল্যে আবেদনপত্র। শ্রম দফতর জানিয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ
Arjun Singh: খড়দহে BLO-র বাড়িতে হামলা, সরাসরি তৃণমূলকে দায়ী অর্জুন সিংয়ের