
এবার আমি একটা পাথরও ফেলবো না, বেফাঁস মন্তব্য উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিন্তু কী মন্তব্য করেছেন মন্ত্রী?
দিনহাটা গ্রামীণ দুই গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে জনসংযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। জনসংযোগে বেরিয়ে মন্ত্রী একটি বুথে বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন,'এবার আমি একটা পাথরও ফেলব না যদি ভোট না পাই।' পাশাপাশি তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন,'কি হয় নিশীথ প্রামাণিক কে ভোট দিলে, কি লাভ হয়েছে। তারপরেও বাজারে এসে এখানে ওখানে ঘোরাঘুরি করে। তোমাদের উপর আমার খুব রাগ আছে।'
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই বক্তব্যকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গত লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এগিয়ে থাকলেও গ্রাম পঞ্চায়েতের এই দুই বুথে চারশোর বেশি ভোটে পিছিয়ে থাকে দলীয় প্রার্থী। মন্ত্রী এ দিন দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সে সময় মন্ত্রী এলাকার বাসিন্দাদের হাসির ছলে একথা বলেন। জন সংযোগে বেড়িয়ে মন্ত্রীর বেফাঁস মন্তব্যে রবিবার সকাল থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপির পক্ষ থেকে বিরাজ বোস বলেন তৃণমূল বুঝতে পেরেছে তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। দিনহাটায় জনসংযোগে গেলে সাধারণ জনগণ রাস্তার কথা জিজ্ঞেস করলে মন্ত্রী ভয় দেখিয়ে বলেন যদি ভোটে না জিতি তবে ‘এবার আমি একটা পাথরও ফেলবো না। সাধারণ জনগণকে ধমকিয়ে কোন লাভ হবে না বলে জানান তিনি। বিধানসভা নির্বাচনে তৃণমূলের বাসারজন হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছেন, এলাকার রাস্তা বেহাল। স্থানীয় বাসিন্দা বেহাল রাস্তা মেরামতির আর্জি জানিয়েছিল। তখনই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গ্রামবাসীদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলে দেন, ভোটে না জিতলে একটি পাথরও রাস্তার জন্য পড়বে না। যদিও মন্ত্রীর এজাতীয় মন্তব্য নিয়ে এখনও তৃণমূলের পক্ষ থকে কিছু বলা হয়নি।