রান্নার গ্যাসের দাম বাড়লেও চিন্তা নেই! চালু হয়ে হচ্ছে নয়া পদ্ধতি, এবার বাড়িতে বসবে মিটার, কমবে খরচ

Published : Apr 16, 2025, 11:11 AM IST

রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তিত মধ্যবিত্তের জন্য সুখবর নিয়ে এল মোদী সরকার। পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার নয়া পরিষেবা চালু করছে সরকার। জলপাইগুড়িতে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে।

PREV
110

দিনে দিনে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। এই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে।

210

এবার সকলের জন্য সুখবর জন্য নিয়ে এল মোদী সরকার। চালু করছেন রান্নার গ্যাসের নতুন পরিষেবা।

310

রান্নার গ্যাস নিয়ে চিন্তা দূর করতে চলেছে মোদী সরকার। পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসবে বাড়িতে।

410

ধীরে ধীরে পাইপলাইন যেমন এগিয়ে যাবে তেমনভাবেই বিভিন্ন এলাকায় গৃহস্থদের বাড়িতে পৌঁছাবে রান্নার গ্যাস।

510

এই ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়েছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাহেব বাড়ি এলাকায়। সেখানে এই পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে গিয়েছে।

610

এই গ্যাসে রান্না করছে সংশ্লিষ্ট সাবেহগঞ্জ এলাকার পরিবারগুলো। এই বিষয় হিন্দুস্তান পেস্ট্রোলিয়াম সংস্থার পক্ষ থেকে খবর মিলছে, দিনের মধ্যে ২৪ ঘন্টাই পাওয়া যাবে এই গ্যাস। বসানো হবে গ্যাসের মিটার বক্স।

710

আগেই কলকাতার কয়েকটি জায়গায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা চালুর কাজ শুরু হয়ে গিয়েছে। চন্দননগরের তিনটি ওয়ার্ডের অন্তত ২ হাজার বাড়িতে প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন দ্বারা সংযুক্ত হবে বলেই খবর।

810

সংযোগের জন্য আপাতত সংশ্লিষ্ট পরিবারগুলোকে কোনও টাকা দিতে হবে না। লক্ষ হল গ্রাহকদের বাড়িতে আগামী কয়েক মাস গ্যাসের সংযোগ দেওয়া।

910

সাধারণ মানুষের মধ্যে গ্যাসের দাম নিয়ে চিন্তা বাড়ছে। এই সমস্যা দূর করতে নয়া পদ্ধতি গ্রহণ করছে সরকার।

1010

এই পাইপ লাইন সংযুক্ত হলে ভবিষ্যতে সকলেই উপকৃত হবেন বলে মনে করছে সরকার।

click me!

Recommended Stories