রাজ্যের ছেলেদের মাসে মাসে ১৫০০ টাকা করে দিচ্ছে মমতা সরকার, আজই নাম লেখান এই প্রকল্পে

Published : Apr 15, 2025, 12:17 PM IST

মমতা সরকার এবার ছেলেদেরও ভাতা দেওয়ার ঘোষণা করেছে। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে বেকার যুবকরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করা থাকলেও যারা চাকরি পাননি, তারা এই ভাতা পাবেন।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে। রাজ্যবাসীর সুবিধার্থে নানান পদক্ষেপ নিয়েছে।

210

প্রতি মাসে রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলকে মোটা টাকা ভাতা দিচ্ছে সরকার। করছে আর্থিক সাহায্য।

410

এই সকল ভাতার মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা।

510

২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসে ১০০০ থেকে ১২০০ টাকা পেয়ে থাকে এই ভাতা হিসেবে।

610

এবার মেয়েরা নয়, এবার রাজ্যের ছেলেদেরও ভাতা দেবে মমতা সরকার। মাসে মাসে মিলবে ১৫০০ টাকা।

710

সদ্য প্রকাশ্যে এল এক নতুন ভাতার কথা। আবেদন করতে পারেন যুবশ্রী প্রকল্পের জন্য।

810

রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসে ১৫০০ টাকা করে পেয়ে থাকেন যুবশ্রী ভাতা হিসেবে। 

910

এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম আছে অথচ চাকরি পাননি এমন ব্যক্তিরা এই ভাতা পাবেন।

1010

এই ভাতার জন্য আবেদন করতে পারেন অনলাইনে। employmentbankwb.gov.in -এ যান। সেখানে গিয়ে আবেদন করুন যুবশ্রী ভাতার জন্য।

click me!

Recommended Stories