পাইথনের পেট কেটে বেরল নিখোঁজ স্ত্রীয়ের দেহ! ঘটনা জানলে চোখ কপালে উঠবে

Published : Jul 04, 2024, 01:42 PM IST
Pythone

সংক্ষিপ্ত

পাইথনের পেট কেটে বেরল নিখোঁজ স্ত্রীয়ের দেহ! ঘটনা জানলে চোখ কপালে উঠবে

পাইথনের পেট দেখে হুঁশ খোয়ানোর মতো অবস্থা আশপাশের মানুষদের। কী খেয়েছে বিশালাকার সাপ? প্রথমে এটি চোখে পড়ে এক যুবকের। পরে তা নিয়ে সন্দেহ হয়েছিল এলাকার মানুষদের। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার দক্ষিণ প্রান্তে সিতেবা গ্রামে।

এরপর সবাই মিলে চড়াও হয়ে পাইথনের পেট কাটেন এলাকার বাসিন্দারা। সেখান থেকেই বেরিয়ে আসে যুবকের হারিয়ে যাওয়া স্ত্রী-র দেহ । তা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যান এলাকার বাসিন্দারা। বহুদিন ধরেই নিখোঁজ ছিলেন যুবকের স্ত্রী। জানা যায়, সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়েই আর ঘরো ফেরেননি তিনি। তারপর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। পরে ৩২ ফুটের পাইথনের পেট থেকে উদ্ধার করা হল তার দেহ। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে সত্যিই দুশ্চিনায় রয়েছেন বন দফতর।

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari News: কেন জঙ্গলমহলের মানুষ এখনও বাড়ি পায়নি? ক্ষোভ উগড়ে মমতাকে প্রশ্ন শুভেন্দুর
কেন জঙ্গলমহলের মানুষ এখনও বাড়ি পায়নি? ক্ষোভ উগড়ে মমতাকে প্রশ্ন শুভেন্দু অধিকারীর