দিল্লিতে ইডির দফতরে সুকন্যা মণ্ডল, সায়গল হোসেনের সঙ্গে মুখোমুখি জেরার সম্ভাবনা

২ নভেম্বর বুধবার দিল্লিতে ইডির জেরার মুখে অনুব্রত-কন্যা। তলব করা হয়েছে সায়গল হোসেনের মা-স্ত্রী, শ্যালক-সহ বেশ কয়েকজন সদস্যকে। ইডি সূত্রে খবর সায়গল ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করারও সম্ভাবনা আছে।

সায়গলের পর এবার দিল্লিতে ইডির জেরার মুখে কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল। গোরুপাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এবার দিল্লিতে ইডির হেড কোয়াটারে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। অনুব্রত-কন্যার নামে হিসেব থাকা কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী? ইডি সূত্রে খবর অনুব্রতর দেহরক্ষী সায়গলকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক অজানা তথ্য। এবার এই প্রসঙ্গে তদন্ত আরও এক ধাপ এগোতে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।

২ নভেম্বর বুধবার দিল্লিতে ইডির জেরার মুখে অনুব্রত-কন্যা। তলব করা হয়েছে সায়গল হোসেনের মা-স্ত্রী, শ্যালক-সহ বেশ কয়েকজন সদস্যকে। ইডি সূত্রে খবর সায়গল ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করারও সম্ভাবনা আছে।

Latest Videos

প্রসঙ্গত, শুধু সুকন্যা নয় তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের চার্টাড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও। একদিনে তাঁকেও হাজিরা দিতে বলা হয়েছে। গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি ইডি কর্তাদের। এছাড়া দিল্লিতে সায়গল হোসেনকে জেরা করেও মিলেছে একাধিক নতুন তথ্য। কিন্তু সুকন্যা মণ্ডলের এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস্য কী? সেই খোঁজেই সায়গল হোসেনের পর এবার সুকন্যাকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

প্রসঙ্গত, গোরু পাচার মামলার তদন্ত করতে গিয়ে অনুব্রতর নামে বেনাম অনুব্রতর একাদজিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। এবার অনুব্রত কন্যা সুকন্যার বিরুদ্ধ। অভিযোগ সমাজসেবামূলক কাজে জড়িত ভারত সেবাশ্রম সঙ্ঘেরও প্রায় দেড় বিঘা জমি কোনও হস্তান্তরিত হয়েছে এমন এক সংস্থার নামে, যার অন্যতম ডিরেক্টর হিসাবে নাম আছে অনুব্রত-কন্যা সুকন্যার। দানে পাওয়া একটি ট্রাস্টের জমি কী ভাবে হস্তান্তর হল, তা জানতে ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন আইনজীবী ফিরদৌস শামিম একটি অতিরিক্ত হলফনামায় সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জমা করেন। আইনজীবীর দাবি, টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। তিনি আরও দাবি করেন, চাকরি পাওয়া ইস্তক কোনও দিন স্কুলেই যাননি সুকন্যা। বরং তাঁর সাক্ষর নিতে স্কুলের রেজিস্টারের খাতা আসত জেলা সভাপতির বাড়িতে। দিনের পর দিন স্কুলে না গিয়েও বাড়িতে বসেই বেতন নিয়ে গিয়েছেন সুকন্যা। প্রসঙ্গত, গোরু পাচার মামলা নিয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। কিন্তু তিনি বিশেষ কিছু বলতে চাননি বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এই দিন বিকেলেই আদালতে নতুন অভিযোগ জমা পরে সুকন্যার নামে। পরের দিন সুকন্যা মণ্ডলকে আদালতে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

আরও পড়ুন - 

সকাল থেকে বৃষ্টি নেই অ্যাডিলেডে, ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে কাটছে আশঙ্কার মেঘ

টি-২০ ফর্ম্যাটে ভারত-বাংলাদেশ লড়াইয়ে অতীত রেকর্ড কোন দলের পক্ষে?

জাঁকিয়ে শীত পড়তে অপেক্ষা আরও কিছুদিন, নভেম্বরেই কি কনকনে ঠান্ডা রাজ্যে?

Share this article
click me!

Latest Videos

এটা কী হচ্ছে বাংলাদেশে? এরা কারা? ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় | Bangladesh Viral Video
নিজের ঘরেই পাওয়া গেল নিথর দেহ! নেপথ্যে পরিবার? জমাট বাঁধছে রহস্য! | New Tollygunge News Today
শোকজের উত্তর দিয়ে ফের বিস্ফোরক মন্তব্য Humayun Kabir-এর, দেখুন কী বলছেন
'Yunus সাহেবের মেরুদণ্ড সোজা কিনা সন্দেহ!' এ কী বললেন Sukanta #shorts #shortsfeed #shortsvideo
Rajesh Karla-র সঙ্গে বিশেষ আলোচনায় Sebastian Coe, মুখ খুললেন ভারত, মোদী এবং তাঁর জীবনযাত্রা সম্পর্কে