"আমাকে আক্রমণ করো, বাড়িতে ঢুকবে না", হিরণের খোঁচার জবাবে কড়া উত্তর দেবের

"দেব এখনও ছাতি ফুলিয়ে ঘোরে। বিদেশে গেলেও নিজের টাকা নিয়ে ঘোরে।" পরিষ্কার জবাব দেবের

ঘাটাল সফরের আগেই হিরণের নিশানায় ছিলেন তৃণমূল সাংসদ দেব। দু'জনেই অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছেন, এমনকি নিজেদের বন্ধু হিসেবেও দাবি করেন তাঁরা। তবু রাজনীতির ময়দানে দেবকে বিঁধতে ছাড়লেন না হিরণ। গরু পাচারকাণ্ডে ধৃত এনামূলের সঙ্গে যোগ থাকার অভিযোগ থেকে বান্ধবীর সঙ্গে ঘুরতে যাওয়া, কাদা ছোড়াছুড়িতে বাদ পড়ল না কোনও প্রসঙ্গই। কড়া জবাব দেবেরও।

মঙ্গলবার নাম না করেই তৃণমূলের তারকা সাংসদ দেবকে তীব্র কটাক্ষ খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, "সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব, সাংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে, তার থেকে কাটমানি নেব। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব। নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফেন্ডকে নিয়ে কোথায় যাব। মলদ্বীপে ঘুরতে যাব। ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে।"

Latest Videos

হিরণের মন্তব্যের জবাবে দেবের সোজা উত্তর, "আমাকে আক্রমণ করো, ঘরে ঢুকবে না।" এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ পরিষ্কার জানালেন, মলদ্বীপ যাইনি গ্রিসে গিয়েছিলাম, লুকিয়ে তো যাচ্ছি না।" পাশাপাশি দেবের সংযোজন, "সে নিজেও একটা মেয়ের বাবা। এতে তো শুধু আমাকে বা আমার বন্ধবীকে অপমান করা হয় না, প্রত্যেকটা মেয়েকে অপনান করা হয়। দেব এখনও ছাতি ফুলিয়ে ঘোরে। বিদেশে গেলেও নিজের টাকা নিয়ে ঘোরে।"

দেব হিরণ বাকবিতন্ডার জেরে দেবের ঘটাল সফরের আগে ঘাটাল জুড়ে পোস্টার পড়ে যায়,'হিরণের খোঁচা খেয়ে মলদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব।' গোটা ঘটনার পর দেবের সোজা উত্তর,"আমাকে ছোট করে কারও কোনও লাভ হবে না। বরং ঘাটালের উন্নতি করতে হবে, তবেই দলের লাভ, মানুষের লাভ।" পাশাপাশি তিনি মনে করিয়ে দেন ইনি প্রথম সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন। সেই প্রকল্পের অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন - 

গুজরাটের পর এবার মৃত্যু মিছিল বিহারে, ছট পুজোয় ডুবে মৃত্যু ৫৩ জনের 

কিভাবে C-295 সামরিক পরিবহন বিমান নিরাপত্তা ব্যবস্থার ভাগ্য পরিবর্তন করবে?

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের নতুন সেক্রেটারি হলেন গিরিধর আরমোনে

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন