এসআইআর-এর কাজে বাধা সিপিএমের এজেন্টের, ফর্ম আটকে রাখার অভিযোগ তুলে সরব বিএলও

Published : Nov 26, 2025, 12:21 PM IST
SIR How to fill up the enumeration form Know

সংক্ষিপ্ত

North Bengal SIR News: এসআইআর-এর এনুমারেশন ফর্ম জমা না দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে বিএলএ-র বিরুদ্ধে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

North Bengal SIR News: বাড়ি বাড়ি ঘুরে বিএলও পাচ্ছেন না এস আই আর ফর্ম। বেআইনি ভাবে ফর্ম আটকে রাখার অভিযোগ সি.পি.আই.এম-র বি.এল.এ-২ এর বিরুদ্ধে ।

এস আই আর এর পূরণ করা ফর্ম জমা দেওয়ার সময় প্রায় শেষ হতে চলেছে। কিন্তু বুথের বেশিরভাগ ভোটার ফর্ম তুললেও জমা করছেন না। এই বিষয়ে খোঁজ করতে স্থানীয় পঞ্চায়েতকে নিয়ে বুথে খোঁজ খবর করতেই বেরিয়ে এল আসল সত্য। আলিপুরদুয়ার বিধানসভার ১২/১৩২ বুথের সি পি আই এমের বি.এল.এ-২ প্রদীপ মজুমদার বুথের বেশিরভাগ ভোটারের এস আই আর ফর্ম তাঁদের থেকে নিয়ে নিজের বাড়িতে আলমারি বন্দী করে রেখে দিয়েছেন। 

ঠিক কী অভিযোগ উঠেছে?

এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য আলিপুরদুয়ারে। অভিযোগ ফর্ম জমা করার নামে বেআইনিভাবে এস আই আরের ফর্ম জমা রেখে দিয়েছেন ওই বি.এল.এ । অপর দিকে ফর্ম হাতে না পেয়ে কাজ শেষ করতে পারছেন না ওই বুথের বি.এল.ও সীমা সরকার। 

এমনকি ফর্ম জমার আবেদন করে এলাকায় মাইকিং করার জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। সেই আবেদনের পর দ্রুত ওই এলাকায় মহিলা সঙ্ঘের একজন সদস্যাকে সহকারি হিসেবে পাঠিয়েছে ব্লক নির্বাচনি আধিকারিক। যদিও প্রদীপ বাবু দাবি করেছেন এলাকার মানুষদের দাবি মেনে তিনি ফর্ম জমা রেখেছেন । কিছু ফর্ম জমাও করেছেন ।

অন্যদিকে, খসড়া তালিকা প্রকাশে এখনও বাকি রয়েছে আরও কয়েক দিন। কিন্তু আর আগেই হিসেব নিকেশ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। বিএলও-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৪ লক্ষ ভোটারের নাম। 

নির্বাচন কমিশন সূত্রের খবর সোমবার পর্যন্ত ভোটার তালিকা থেকে প্রায় ১০ লক্ষের নাম বাদ গিয়েছে। মঙ্গলবার সেই সংখ্যাটা আরও বেড়েছে। সূত্রের খবর এপর্যন্ত রাজ্যে ১৩ লক্ষ ৯২ হাজার নাম বাদ পড়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর প্রায় প্রতিদিনই নাম বাদ দেওয়ার খবর আসছে। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছেন। তাতে যে তথ্য পাচ্ছেন তারই ভিত্তিতে এই হিসেব। সব এনুমারেশন ফর্ম জমা পড়লে চূড়ান্ত হিসেব পাওয়া যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১৯ ডিসেম্বরই সুপ্রিম কোর্ট ঘোষণা করবে DA মামলার রায়? জল্পনা সরকারি কর্মীদের মধ্যে
Suvendu Adhikari: হুমায়ুন সাসপেন্ড হতেই ভয়ঙ্কর কথা শুভেন্দুর! পাশাপাশি ধুয়ে দিলেন মমতাকেও