সাতসকালে জমিতে কাজ করতে গিয়ে শিউরে উঠলেন চাষিরা, উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ

Published : Nov 26, 2025, 09:05 AM IST
dead body

সংক্ষিপ্ত

North Bengal Crime News: সাতসকালে ধানের জমি থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঠিক কী ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

North Bengal Crime News: দেখা যাচ্ছে শুধু একটা হাত, জমিতে ধান সরাতেই শিউরে উঠলেন চাষিরা। মাঠে কাজ করতে গিয়েছিলেন চাষিরা। কিন্তু, চাষের জমিতে যা দেখলেন, তাতে শিউরে উঠলেন তাঁরা। জড়ো করা ধানের ভিতর থেকে বেরিয়ে এসেছে একটি হাত। আর ধান সরাতেই দেখতে পাওয়া গেল এক মহিলার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়িতে। মৃত মহিলার নাম ফরিদা বেগম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছে?

মৃত মহিলার বাড়ি ধূপগুড়ি মহকুমার পূর্ব আলতাগ্রামের প্রধান পাড়া গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত আটটা নাগাদ গ্রামের কয়েকজন চাষি মাঠে ধান কাটতে গিয়েছিলেন। জমিতে গিয়ে দেখেন, এক জায়গায় ধান জড়ো করে রাখা রয়েছে। জমিতে এভাবে কারা ধান জড়ো করল, তা দেখতে যান চাষিরা। রাতের অন্ধকারে তাঁরা দেখেন, ওই জড়ো করা ধানের মধ্যে থেকে একটি হাতের কিছুটা বেরিয়ে রয়েছে। চমকে ওঠেন চাষিরা। সাহস করে ধান সরাতে কার্যত শিউরে ওঠেন। এক মহিলার রক্তাক্ত দেহ ধান চাপা দিয়ে রাখা হয়েছিল।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। আসেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য। স্থানীয় বাসিন্দারাও সেখানে ভিড় করেন। মৃতের পরিবার কান্নায় ভেঙে পড়ে। বছর পঁয়তাল্লিশের ফরিদা বেগমকে কেন খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যু কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওই মহিলাকে খুন করা হয়েছে। কারণ, কেউ আত্মহত্যা করলে তো আর ধান চাপা থাকত না।” ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মৃতার পরিবারও বুঝতে পারছে না, কেন খুন করা হল ফরিদাকে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অন্যদিকে, কয়েক ঘন্টার ব্যাবধানে মালদহে ফের চলল গুলি। এবার খুন পাঁপড় বিক্রেতা। জলসার একটি অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ উঠেছে। তার মাথায় গুলি লাগে। মৃত পাঁপড় বিক্রেতার নাম আজহার আলি। বয়স ৫৫ বছর। বাড়ি কালিয়াচক থানার ফতেখানি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েক কোটি টাকার সোনা পাচারের চেষ্টা, বিএসএফ-র অভিযানে গ্রেফতার পাচারকারী
Suvendu Adhikari: ‘ভিতরের খবর দিয়ে গেলাম!’ তৃণমূলের আসল খেল আজ ফাঁস করলেন শুভেন্দু