Murshidabad: ওয়াকফ অশান্তির জেরে খুন বাবা-ছেলে, পুলিশি অভিযানে চোপড়া থেকে ধৃত আরও ১

Published : Apr 20, 2025, 12:22 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Murshidabad News: মুর্শিদাবাদের অশান্তিতে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। অন্যতম মূলচক্রী জিয়াউল শেখকে চোপড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত জিয়াউল সামশেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।                        

Murshidabad News: মুর্শিদাবাদের অশান্তিতে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। অন্যতম মূলচক্রী জিয়াউল শেখকে চোপড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত জিয়াউল সামশেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। আগেই এই খুনে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত জিয়াউল সামশেরগঞ্জের সুলিতলা এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল সে। ঘটনায় আগে গ্রেফতার হওয়া তিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জিয়াউলের নাম জানতে পারে পুলিশ। তারপর গোপন সূত্রে খবর পেয়ে তাকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার রাতে অভিযান চালিয়ে জিয়াউলকে গ্রেফতার করে সিটের বিশেষ তদন্তকারী দলের অফিসাররা। তাকে রবিবার জঙ্গিপুরে নিয়ে আসা হচ্ছে। আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ বলে জানা গিয়েছে।

অন্যদিকে, মুর্শিদাবাদের অশান্তিতে বাবা-ছেলে খুনের ঘটনায় আগেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার দায়িত্ব নিতেই অ্যাকশন মোডে খুনিদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এরপর মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে প্রথমে তিন অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। এরপর ধৃতদের জেরা করে জিয়াউলের নাম জানতে পারে পুলিশ। তারপর এদিন তাকেও গ্রেফতার করে সিটের তদন্তকারী অফিসাররা।

আরও জানা গিয়েছে, সুপ্রতীম সরকার তদন্তভার হাতে নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার হয় বাবা-ছেলে খুনে মূল অপরাধী। ধৃতের নাম ইনজামুল হক। সুতি থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাবা-ছেলে খুনে মাস্টার মাইন্ড ছিলো এই ইনজামুল হক।

শুধু তাই নয়, ঠিক কাদের উসকানিতে মুর্শিদাবাদে (Murshidabad crime News) গণ্ডগোল পাকানো হয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে পুলিশের তরফে সিট গঠন করা হয়েছে। বুধবার সামশেরগঞ্জ থানায় প্রথম বৈঠক সারে এই তদন্তকারী দল। জানা গিয়েছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতীম সরকার। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিটের ৯ সদস্য।

বৃহস্পতিবার সিটের সদস্যরা জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে যান (Murshidabad crime News)। সঙ্গে ছিলো ফরেনসিক বিশেষজ্ঞরাও। এরপর বিকেলে সাংবাদিক বৈঠক করে এডিজি সুপ্রতীম সরকার বলেন যে, ''বাবা-ছেলেকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কালু, দিলদারকে আগেই গ্রেফতা হয়। সিট ইনজামুল হককে সুতির সুলিপাড়া থেকে গ্রেফতার করে। ধৃত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল। খুনের ঘটনার পর এলাকায় বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ নষ্ট করা এবং বিদ্যুৎবিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল সে। যারা খুনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের সকলকেই ধরা হবে। কেউ রেহাই পাবে না। তাদের শাস্তি নিশ্চিত করবে রাজ্য পুলিশ।'' আর এবার জাফরাবাদ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?