Crime news: প্রেম করে বিয়ে তারপর ভয়ঙ্কর পরিণতি! স্ত্রী-কে এলোপাথাড়ি কোপ, মর্মান্তিক মৃত্যু বছর ৩০-এর যুবতীর

Published : Jun 22, 2024, 01:52 PM IST
Nadia Woman death

সংক্ষিপ্ত

প্রেম করে বিয়ে তারপর ভয়ঙ্কর পরিণতি! স্ত্রী-কে এলোপাথাড়ি কোপ, মর্মান্তিক মৃত্যু বছর ৩০-এর যুবতীর

এলোপাথাড়ি কোপের ঘায়ে মৃত স্ত্রী। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। নদিয়ার কল্যাণীতে মর্মান্তিক ঘটনা!অভিযুক্তের ফাঁসি দাবিতে বিক্ষোভ মৃতার পরিবারের।

কিন্তু আদপে কী হেয়ছিল?

মৃতের নাম দোয়েল হালদার বর্মন বলে জানা গিয়েছে। নিজের বছর ৩০-এর স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে অমিয় বর্মনের নামে। চলতি বছরের ১৪ ই মে কল্যাণীর বি ২ এলাকায় ডেকে নিয়ে গিয়ে দোয়েলকে এলোপাথাড়ি কোপ মারে স্বামী অমিয়। এমনটাই অভিযোগ দোয়েলের পরিবারের।

এরপর কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে ৭ দিন পর মৃত্যু হয় দোয়েলের। এরপর কল্যাণী থানায় অভিযোগ করেন দোয়েলের পরিবার। গ্রেফতার হয় অমিয়। জেল হেফাজত হয় অভিযুক্তের। শুক্রবার ফের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় অমিয়কে। এদিন অমিয়ের ফাঁসির দাবিতে আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান দোয়েলের পরিবার। তাঁদের দাবি, অমিয়র বাড়ি বিজপুর থানার অন্তর্গত হালিশহরে। দোয়েলের বাড়ি কল্যাণীর বি ২ এলাকায়।

অমিয়র সঙ্গে প্রেম করেই বিয়ে হয় দোয়েলের। বিয়ের পর দোয়েলের ওপর শারীরিক অত্যাচার করা হত বলে অভিযোগ দোয়েলের পরিবারের। এরপর দোয়েল চলে আসে বাপের বাড়ি। ক্ষমা চাওয়ার অছিলায় অমিয় দোয়েলকে কল্যাণী বি ২ এলাকায় ডেকে পাঠায়। তারপরই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারে তাকে। এমনটাই অভিযোগ দোয়েলের পরিবারের।

PREV
click me!

Recommended Stories

২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে