বৃষ্টি বিদায় বেলায় ধেয়ে আসছে সাইক্লোন, তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ, রইল আবহাওয়ার বড়সড় আপডেট

Published : Oct 15, 2025, 06:58 AM IST

বাংলা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে, যার ফলে আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে স্বস্তি সাময়িক, কারণ ২৫ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

PREV
15

বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে আজ বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ক্রমশ শুষ্ক আবহাওয়া বাড়ছে রাজ্য়ে। এমনই জানাল হাওয়া অফিস।

25

জানা গিয়েছে আগামী পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কোনও জেলাতেই আর হবে না বৃষ। এমনই জানাল হাওয়া অফিস।

35

এখন পাঁচ দিন রাজ্যে থাকবে পরিষ্কার আকাশ। কখনও কোনও জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঙলা থাকবে। আজ কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে।

45

তবে বর্ষা বিদায়ে এবার বাংলা হাওয়া বদল হতে চলেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে সেই স্থান দখল করবে উত্তর উত্তর পশ্চিমের শীতল হাওয়া। তবে বাতাসে জলীয় বাষ্প থাকাক কারণে এখন খুব বেশি ঠান্ডা পড়বে না।

55

সূত্রের খবর ২৫ অক্টোবর ভোর ৩টেয় দক্ষিম আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপ আন্দামান সাগর হয়ে আন্দামান নিকোবর দীপপুঞ্জকে বাঁ দিকে রেখে ক্রমণ সাগরের ওপর দিয়ে জলীয় বাষ্প অর্থাৎ শক্তি সংগ্রহ করেতা এগিয়ে আসবে মূস ভূখণ্ডের দিকে।

Read more Photos on
click me!

Recommended Stories