সূত্রের খবর ২৫ অক্টোবর ভোর ৩টেয় দক্ষিম আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপ আন্দামান সাগর হয়ে আন্দামান নিকোবর দীপপুঞ্জকে বাঁ দিকে রেখে ক্রমণ সাগরের ওপর দিয়ে জলীয় বাষ্প অর্থাৎ শক্তি সংগ্রহ করেতা এগিয়ে আসবে মূস ভূখণ্ডের দিকে।