কদিন ধরে টানা বৃষ্টির পর গতকাল থেকে পুরোপুরি বদলে গিয়েছে আবহাওয়া। সারা রাজ্য জুড়ে বেড়েছে গরমের দাপট।
এবার ফের বদল হবে আবহাওয়া। চিনের ঘূর্ণিঝড় উইফার অবশিষ্ট অংশ ঘূর্ণিঝড় হিসেবে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। যার প্রভাব পড়বে এই রাজ্যে।
যার জেরে বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অতি ভারী বৃৃষ্টির সম্ভাবনা আছে বৃহস্পতিবার থেকে।
নিম্নচাপের জেরে উত্তর ও মধ্য বঙ্গোরসাগর থাকবে উত্তাল। ৪৫ থেকে ৫৫ কিলেমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মৎসজীবীদের বুধবার সন্ধ্যার মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে।
তেমনই দক্ষিণবঙ্গেও হবে বৃষ্টি। আজ বুধবার সারাদিন আকাশের মুখ থাকবে ভার। মেঘলা আকাশ থাকবে আজ। তেমনই আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে প্রবল।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
তেমনই বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। কোথাও কোথাও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পুর্ব ও পশ্চিম মেদিনীপুর। দক্ষিণ ২৪ পরগনা। কলকাতা-সহ বাকি জেলায় হবে বিক্ষপ্ত বৃষ্টি।
শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায়।
সব মিলিয়ে ফের বদল হতে চলছে আবহাওয়া। বৃহস্পতি থেকে শুরু হবে বৃষ্টি। আজ সারাদিন মেঘলা আকাশ থাকলেও নেই বৃষ্টির সম্ভাবনা।
Sayanita Chakraborty