- Home
- West Bengal
- West Bengal News
- শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি? উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি? উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও হতে পারে ভারী বৃষ্টি। নিম্নচাপ সরে গেলেও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি।

টানা বৃষ্টির জের কাটিয়ে বৃহস্পতিবার থেকে রোদের দেখা মিলেছে। এদিকে শুক্রবারে ফের শহরে হয়েছিল বিক্ষিপ্ত বৃষ্টি।
এবার শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আছে ফের বৃষ্টির সম্ভাবনা। ফের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
পূর্বাভাস অনুসারে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইবেষ
শনিবার বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হতে পারে বৃষ্টি।
বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায়। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে।
আজ উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। আজ থেকে চলবে বৃষ্টি। রবিবার এই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দুর্যোগ চলবে সোমবার পর্যন্তষ
দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপ অঞ্চল ছিল তা সরতে সরতে আপাতত ঝাড়খণ্ডের কাছে চলে গিয়েছে। জানা যাচ্ছে, শক্তি হারিয়েছে নিম্নচাপটি।
তবে, ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে গাঙ্গেয় বঙ্গের ওপর। তার প্রভাবেই হবে বৃষ্টি।
শহরে টানা কদিন যেমন বৃষ্টি চলেছে তার থেকে বৃষ্টির প্রকোপ কমবে। আজ রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

