পুজোর আগেই ফের বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমনই গুঞ্জন বিজেপির অন্দরে।
সোমবার বিজেপি সূত্রের খবর মোদীর রাজ্য সফর ঘিরে রীতিমত তোড়জোড় শুরু হয়েছে।
বিজেপি সূত্রের খবর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতে পারেন নদিয়াতে। সেখানেই রোডশো ও সমাবেশ করতে পারেন।
বিজেপি সূত্রের খবর মোদীর রাজ্য সফরের কথা এখনও প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেনি।
বিজেপি সূত্রের খবর নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই নদিয়া সফর করতে পারেন।
২০২৬ সালে বিধানসভা নির্বাচন। সেই কারণেই এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে বিজেপি শিবিরে। তাই মোদীর রাজ্য সফর।
১৮ জুলাই মোদী দুর্গাপুরে জনসভা করেছিলেন। সেখান থেকেই ভোট প্রচার শুরু করে দেন। তেমনই বলছে বিজেপির একটি অংশ।
এবার রাজ্যে পালাবদলে মরিয়া চেষ্টা করছে বিজেপি। দলেরই একটি অংশ বলছে, এবার না হলে কোনও দিনই বিজেপি রাজ্য দখল করতে পারবেন না।
বিজেপি রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও বিধানসভা ভোট নিয়ে তৎপর।
বিধানসভা নির্বাচন যখন একেবারে দোরগড়ায় চলে আসবে, তখনই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করা হবে। সেক্ষেত্রে সেখানে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন।
Saborni Mitra