১০০% ডিএ মামলার শুনানি নিশ্চিত সুপ্রিম কোর্টে ৪ অগস্টে! অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা

Published : Jul 22, 2025, 06:30 PM IST

রাজ্য সরাকারি কর্মীরা ৪ অগস্ট সুখবর পেতে পারেন। কারণ সুপ্রিম কোর্ট মামলার শুনানি অ্যাডভান্স তালিকা প্রকাশ করেছে। তাই নিয়ে রাজ্য সরকারি কর্মীরা আশার আলো দেখছেন।

PREV
110

রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে দারুণ সুখবর। এবার বেশিদিন অপেক্ষা করতে হবে না সরকারি কর্মীদের।

210

আর কয়েক দিনের অপেক্ষার পরই ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুখবর পেতে পারেন রাজ্যের সরকারি কর্মীরা।

310

গরমের ছুটির পর সুপ্রিম কোর্ট খুলে গেছে। প্রকাশ করা হয়েছে মামলার অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট। ৪ অগস্টের কোন কোন মামলার শুনানি হবে তাও প্রকাশ করা হয়েছে।

410

৪ অগস্ট ৫০০টিরও বেশি মামলার শুনানির তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রাজ্যের সরকারি কর্মদের ডিএ মামলাও রয়েছে।

510

রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা ৪ অগস্টের শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় মামলাটি রয়েছে ৬৯ নম্বরে।

610

রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে।

710

রাজ্য সরকারি কর্মীদের অনুমান তালিকার প্রথম দিকেই রয়েছে মামলাটি। তাই সেই দিন শুনানি হতে পারে। ৪ অগস্ট সকাল ১১টা থেকে সাড়ে ১১টা মধ্যে শুনানির জন্য মামলাটি উঠতে পারে।

810

রাজ্য সরকারি কর্মীদের অনুমান সেই ৪ অগস্টই ডিএ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ১০০ শতাংশ। ১৭টি কোর্টের মধ্যে ৬৯ নম্বরে মামলাটি তালিকাভুক্ত। তাই শুনানির সম্ভাবনা প্রবল।

910

৬ই মে, ২০২৫-এ শেষ শুনানি হয়েছিল এবং ৪ঠা আগস্ট, ২০২৫-এর জন্য মামলাটি “টপ অফ দ্য বোর্ড” হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল, যা এর অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলেছে ৷

1010

বর্তমানে মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে না, যা মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেই জানা যাবে। এই মামলায় ২৫% ডিএ বকেয়া সংক্রান্ত বিষয়গুলি জড়িত রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories