Weather News: মঙ্গলবার আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং নেল্লোরের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার প্রভাব পড়তে চলেছে বাংলাতেও।

Sahely Sen | Published : Dec 5, 2023 6:52 AM / Updated: Dec 05 2023, 06:57 AM IST
17

মঙ্গলবার আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং নেল্লোরের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার প্রভাব পড়তে চলেছে বাংলাতেও।

27

মিউজাউমের প্রভাবে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য একাধিক জেলাতেও। 

37

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা ছাড়া মূলত প্রভাবিত হতে পারে কলকাতা, নদিয়া, বাঁকুড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা।এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

47

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

57

বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে। সোমবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি ছিল। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন তাপমাত্রা একই রকম থাকবে। তবে, শুক্রবার থেকে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। 

67

দক্ষিণবঙ্গের নিম্নচাপের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। উত্তরে পার্বত্য জেলাগুলির আকাশ মোটামুটি শুকনো থাকবে। তবে, বৃষ্টি হতে পারে ৩টি জেলায়।

77

উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos