বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে বিধ্বস্ত হয়ে গেছে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা। কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতেও সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার।
মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা ৩ দিন ধরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও, ঝোড়ো হাওয়ার দাপট বাংলায় খুব বেশি না-ও হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে, সোমবারই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। মঙ্গলবার ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উপকূলে। ইতিমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায়।
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। তবে, বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে কলকাতা শহরেও বৃষ্টি হতে পারে।
বুধ, বৃহস্পতি এবং শুক্রবার উপকূলবর্তী জেলা ছাড়াও বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়।
শনিবার থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টি হলেও তার পরিমাণ কমই থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আকাশ মেঘলা থাকার দরুন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি ওপরে। ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।